নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলো ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ্ মেদিনীপুর তথা (পিএএম)। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১০,০০০ টাকা অনুদান দেওয়া হয়।

মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসক প্রণব বিশ্বাস ও মেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারের উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে এই অনুদান তুলে দেওয়া হয়। এর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌতম দেব, আজহারুল পাঠান, কৌশিক পাল, জয়ন্ত মণ্ডল, অরিন্দম দাস, বিশ্বজিৎ মণ্ডল ও নিসর্গ নির্যাস প্রমুখ ।
আরও পড়ুনঃ মহামারী ঠেকাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান জৈন পরিবারের
তবে এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, “সমাজের ছবি ক্যামেরায় তুলে ধরেন ফটোগ্রাফাররা। সেই সমাজকে রক্ষা করতেই চিত্র গ্রাহকদের পক্ষ থেকে এই সামান্য অনুদান”।
পাশাপাশি চিত্রগ্রাহকদের তরফে জানানো হয়,’আজ কয়েক সেকেন্ডের জন্য তাঁরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন নি ,তাই তাঁরা ক্ষমাপ্রার্থী’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584