নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জঙ্গলমহলের গড়বেতা-২ গোয়ালতোড়ের প্রত্যন্ত গ্রাম জিরাপাড়া-র মেয়ে পামেলা পান।এই বছর গড়বেতা-২ গোয়ালতোড়ের ধামচা ছাগুলিয়া সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়(উ:মা:)থেকে কলা বিভাগ থেকে ৯১% (৪৫৫) নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পামেলা।পিতা দিলীপ পান ট্রাক ড্রাইভার।মা গৃহবধূ।

দাদা গোয়ালতোড় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।তার বাবা বলেন, “এখন আমার রোজগারের যা হাল তাতে চারজনের সংসার চালানোই কঠিন, তারপর আবার ছেলে মেয়ের পড়াশোনা,জানিনা কি হবে।” চার পাঁচ বছর আগে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া বাড়ির দরজার পাল্লা পর্যন্ত করতে পারেননি এখনো।জমি জমা নেই বললেই চলে। কোন রকমের টেনেটুনে চলা সংসারের প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে অদম্য পরিশ্রম ,আর এই সফলতা।
আরও পড়ুনঃ প্রতিকূলতাকে জয় করে মেধাকে কাজে লাগিয়ে এগোতে চায় দুই ভাই

পামেলার ইচ্ছা নার্সিং নিয়ে পড়ার বা ইংরেজি অনার্স নিয়ে এবং এমন কিছু করার যাতে তার পরিবার স্বচ্ছল হয়,সেই সঙ্গে সে সমাজের মানুষের জন্য কিছু করতে চায়।কিন্তু সে জানে না তার এই স্বপ্ন আদও বাস্তবায়িত হবে কি না।ধামচা হাই স্কুলের দর্শনের শিক্ষক বিপ্লব মাহাত বলেন, “পামেলা আমাদের স্কুলের গর্ব ,ও সত্যিই খুব পরিশ্রমী এবং ভালো মেয়ে,আমরা যতটা সম্ভব ওকে সাহায্য করেছি।ওর অদম্য ইচ্ছায় ওকে সাফল্যের চুড়ায় পৌঁছে দেবে।”
বাবা মা দুজনেরই বক্তব্য,”যত কষ্টই হোক না কেন ছেলেমেয়ের পড়াশোনা চালিয়ে যাবো।তাতে নাই হোক ঘর,নাই হোক উদরপূর্তি,কষ্ট নেই।শুধু আমার ছেলে মেয়ে দুটো যেন মানুষের মত মানুষ হতে পারে।”
সহৃদয় ব্যক্তি বা সংস্থার সাহায্যের আশায় রয়েছেন পামেলার পরিবার।
(উল্লিখিত পড়ুয়াদের সাহায্যার্থে ইচ্ছুক ব্যক্তি/সংগঠন পরিবার সূত্রে দেওয়া নিম্নলিখিত অ্যাকাউন্ট নম্বরে সাহায্য পাঠাতে পারেন অথবা নিউজফ্রন্টের সাথে যোগাযোগ করতে পারেন।)
A/C No. ৫০২৭৩১৮৯৬৭২ (এলাহাবাদ ব্যাঙ্ক ,জিরাপাড়া)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584