নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রাজ্য সরকার বেশ কিছুদিন আগেই ফুল ও পান বিক্রির অনুমতি দিয়েছে। তবে লকডাউনের জেরে বাজারগুলিতে ক্রেতা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে।
বাইরে থেকে যানবাহন নিয়ে পাইকাররা আসতে পারছেন না। এই অবস্থায় প্রতি হাজার পানের দাম ৯০০ টাকা থেকে ২৫০টাকায় নেমে এসেছে। তাই হতাশায় ভুগছেন বামনগোলা ব্লকের পান চাষিরা।
বাজারে চাহিদা না থাকায় বরজে পান পাতা পেকে ঝরে পড়লেও চাষিরা তা তুলছেন না। যার ফলে সেখানেই পানগুলি পচে যেতে শুরু করেছে।
আরও পড়ুনঃ দুঃস্থদের খাদ্য-সামগ্রী দানের মাধ্যমে পালিত হলো বৌদ্ধ জয়ন্তী
পান চাষিদের আশঙ্কা, এই অবস্থা আরও কিছুদিন চললে থাকলে আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।
জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ফুল ও পান বিক্রি লকডাউনের প্রথম দিকে বন্ধ ছিল। এখন সরকার খুলে দিয়েছে। বিক্রি করার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই। তবে ক্রেতা না হলে এই সমস্যা হতে পারে। বিষয়টি দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584