নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ
পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা। নির্বিঘ্নেই বোর্ড গঠন হল আরামবাগ ব্লকের মায়াপুর ২নং গ্রাম পঞ্চায়েতের।সকাল থেকে উৎসবের আমেজে দেখা গেল মায়াপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের। তারা প্রথমে স্থানীয় তৃণমূল দলীয় কার্যালয় উপস্থিত হন তারপর সেখান থেকে দলের নির্দেশ মত নির্বাচিত সদস্যরা একত্রিত হয়ে একটি র্যালির মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চায়েত ভবনে পৌঁছায়।
সরকারি নির্দেশ অনুসারে কর্মসূচি পালন করা হয় এবং পঞ্চায়েত ভবনেই আনুষ্ঠানিকভাবে প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।এদিন আনুষ্ঠানিকভাবেই মায়াপুর ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদের দায়িত্ব সরকারিভাবে ঘোষণা করা হয়। প্রধান হিসেবে দায়িত্ব পান পাপিয়া মিদ্দা ও উপপ্রধান পদের দায়িত্ব পান ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অলোক সাঁতরা।
নতুন দায়িত্ব পেয়ে প্রধান পাপিয়া মিদ্দা জানান,আমি দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করে এসেছি। মানুষের পাশে থেকে আগামী দিনেও এলাকার উন্নয়নের কথা ভেবেই আমাদের দিকে তাকিয়ে থাকা এলাকার অগণিত মানুষদের জন্য কাজ করে যাব।দীর্ঘ পাঁচ বছর ধরে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের জোয়ারে পুনরায় নির্বাচিত হলেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অলোক সাঁতরা। এবারে প্রধান পদ মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি দায়িত্ব পেলেন উপপ্রধানের।
অলোক বাবু জানান, দীর্ঘদিন ধরে লড়াই করে এসেছি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করেছি তাই মানুষ বিবেচনা করেই নির্বাচিত করেছেন। তাই তাদের পাশে থেকেই কাজ করব। যে কাজগুলি বাকি আছে আগে সেই দিকে নজর রাখব এবং এলাকার উন্নয়নের কথা ভেবেই কাজ করব।
আরও পড়ুনঃ যেমন ইচ্ছে তেমন ফাইন,অবরোধ লরি চালকদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584