তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন আগামী ৩১শে আগস্টের মধ্যে হয়ে যাবে বলে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়।জানা যায় আগামী ২৩শে আগস্ট থেকে ২৮শে আগস্ট গ্রাম পঞ্চায়েত এবং আগামী ৩১শে আগস্টের মধ্যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হচ্ছে বলে জেলা প্রশাসনসূত্রে জানা যায়।যদিও উত্তর দিনাজপুর জেলা পরিষদের বোর্ড গঠনের কোন সরকারী নির্দেশ রাজ্য থেকে জেলায় এসে এখনো পৌঁছায়নি।জানা যায় উত্তর দিনাজপুর জেলার ৯৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭৯টি ও ৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৫টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন জেলা প্রশাসনের নির্ধারিত ঘোষিত দিনেই হবে বলে জানা যায়।উত্তর দিনাজুর জেলার গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক রাজেন্দ্ররাজ সুন্দাস সাংবাদিকদের জানান যেহেতু ১৯টি গ্রাম পঞ্চায়েত ও ৪টি পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় প্রতিনিধিরা আছেন সেই কারণে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পরবর্তি নির্দেশ অনুযায়ী বোর্ড গঠন হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584