নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
স্বজনপোষণের অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সাধারণ বৈঠক বয়কট করল বিরোধীরা।
মালদহের গাজোল ব্লকের পঞ্চায়েত সমিতিতে এই ঘটনাটি ঘটেছে। ৪২ আসনের পঞ্চায়েত সমিতির বোর্ডে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হিসেবে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী হিসেবে রয়েছেন ভারতীয় জনতা পার্টি ও বিভিন্ন দলের ১৮ জন সদস্য।
বিরোধীদের অভিযোগ, ‘এলাকার উন্নয়নের জন্য কোন কাজ দেওয়া হচ্ছে না বিরোধী সদস্যদের। বরং সাধারণ বৈঠকের নাম করে চড়ুইভাতি করা হচ্ছে পঞ্চায়েত সমিতির সাধারণ বৈঠকে। তারই প্রতিবাদে তাদের এই ওয়াক আউট।’ এদিন সাধারণ বৈঠক বয়কট করে বিরোধীরা ধর্না দিলেন পঞ্চায়েত সমিতির দফতরের গেটে।
আরও পড়ুনঃ বন্ধ চা বাগান, খোলা নিয়ে মিলল না প্রতিশ্রুতি
যদিও এবিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়ন্ত ঘোষ জানান, ‘এই প্রথমবার পঞ্চায়েত সমিতি থেকে কোনো এলাকার উন্নয়নের কাজে অর্থ বরাদ্দ হচ্ছে। এর আগে অর্থ বরাদ্দ হয়নি। তাই কাজ দেওয়া যায় নি। বৈঠকে সব সদস্যদের ডেকে তাদের এলাকার উন্নয়নের জন্য কাজের বিবরণ চেয়ে পাঠানো হয়েছিল। কিন্তু বৈঠকে হাজির না হয়ে সেই তালিকা না দিয়ে অকারণে দোষারোপ করা হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584