মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
বুধবার প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নবান্ন থেকে প্রতিটি জেলার জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক(পঞ্চায়েত)-এর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী।
এই ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত সচিব এম ভি রাও সহ পঞ্চায়েত দফতরের অফিসাররা ছিলেন। এই বৈঠকে ১০০দিনের কাজ, বাংলার আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা বেশ কিছু প্রকল্প শুরু করার জন্য আলোচনা করলেন সুব্রত মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ মালদহে কনটেনমেন্ট জোনে শুরু স্যানিটাইজের কাজ
এর পাশাপাশি জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদেরও ১০০দিনের কাজে যুক্ত করার নির্দেশও দেওয়া হতে পারে। বেশকিছুক্ষণ বৈঠক চলার পর এই ভিডিও কনফারেন্সিংয়ে পঞ্চায়েত মন্ত্রীর পাশাপাশি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584