মনিরুল হক,কোচবিহারঃ
করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য দান করল মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতি।
মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন, কোনো সহৃদয়বান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, যে যা পারবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করবেন।
সেই ঘোষণা অনুযায়ী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সাধ্যমত অর্থ সাহায্য করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এবার মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল সদস্যরা মিলে নিজেদের পকেট থেকে দেওয়া অর্থ একত্রিত করে বিধায়ক হিতেন বর্মণের উপস্থিতিতে মাথাভাঙ্গার বিডিও সম্বল ঝাঁয়ের হাতে তুলেন দেন।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, সহ-সভাপতি মজিরুল হোসেন, বিভিন্ন কর্মদক্ষ, ৪ সমিতির সদস্য নির্বাচিত সদস্যরা।
আরও পড়ুনঃ রায়গঞ্জ পুর এলাকায় চলছে স্যানিটাইজেশন, স্বাস্থ্য পরীক্ষার কাজ
এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মণ বলেন, ‘প্রত্যেক সদস্য নিজেরা উদ্যোগী হয়ে করোনা মোকাবেলার জন্য সব মিলিয়ে মোট ৪১ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে।’
এদিন বিডিও সম্বল ঝা বলেন, ‘চেকটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দেওয়া হবে।’
মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিরুল হোসেন এবং নারী শিশু সমাজ কল্যাণ ও ত্রাণ কর্মদক্ষ কল্যাণী রায় তারা বলেন, এই সময় করোনা মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। তাছাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে লকডাউন মেনে চলার আবেদন করেন, এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584