নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
ফের এক কিশোরের করোনা আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহারে ৬ জন করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। এরমধ্যে ৫ জন দিনহাটার বাসিন্দা। বাকি একজন কোচবিহার শহরের গোলবাগান এলাকার বাসিন্দা। ১৪ বছরের কিশোর করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ওই কিশোর মুম্বাই থেকে কোচবিহারে নিয়ে আসা মৃত বাংলাদেশী যুবক ও তাঁর বাবার সংস্পর্শে এসেছিল। কোচবিহারে প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় মুম্বাই ফেরত মৃত বাংলাদেশী যুবকের দেহে। এরপরেই ওই যুবকের বাবা করোনায় আক্রান্ত হন।
জানা গিয়েছে, এঁদের কোচবিহার শহরের গোলবাগান ও পুন্ডিবাড়ি এলাকায় আত্মীয় রয়েছে। দুই আত্মীয় বাড়িতেই গিয়েছিলেন ওই বাংলাদেশী যুবকের বাবা। যদিও তিনি ইতিমধ্যেই সুস্থ হয়ে ফের কোচবিহারে ফিরে এসেছেন। কিন্তু তাঁর গোলবাগান এলাকার এক আত্মীয়ের এদিন করোনা পজেটিভ আসে। ওই কিশোরের করোনা আক্রান্তের খবর পাওয়া মাত্র কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ পঞ্চায়েত উপপ্রধানের তত্ত্বাবধানেই সরকারি কোয়ারেন্টাইন সেন্টার
কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং জানিয়েছেন, ‘খবর পাওয়া মাত্র গোলবাগান এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বাঁশ দিয়ে ওই এলাকাকে ঘিরে দিতে বলা হয়েছে। এরপরে শুরু হবে মানুষকে সচেতন করার কাজ।’
কিন্তু সমস্ত স্বাস্থ্য বিঁধিকে অবজ্ঞা করে অনেকেই হাটে বাজারে ঘুরে বেড়িয়েছেন। আর সেই কারনেই সামাজিক সংক্রমণ আশঙ্কা তৈরি হয়েছে কোচবিহারে। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, কোচবিহার শহরের গোলবাগান এলাকার ঘটনা একদম আত্মীয় স্বজনের মধ্যে। তাই এটাকে সামাজিক সংক্রমণ হিসেবে না দেখাই উচিত। তবে সকলকে সচতেন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584