সজীবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত লক্ষনপুর মাঠে। গোয়ালজান নিয়ালিশপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ সাদেক আলির উপর অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ।
বুধবার সকালে বিডিও অফিসে মিটিংয়ে যোগ দিতে আসার পথে তাকে আয়নাল হক সহ তার অনুগামীরা তাকে ডেকে নিয়ে গিয়ে তার ওপর এই হামলা চালায় বলে জানিয়েছেন প্রধান। অভিযোগ উঠেছে, তিনি ঠিকাদার কাজ করছেন একটি রাস্তার, সেই কাজ নিয়ে বিবাদ তৈরি হয়। সেই বিবাদের জেরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপরে অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় আহত ব্যক্তিকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
অন্যদিকে গুলিও করা হয় বলে দাবি করেছেন আক্রান্ত ব্যক্তি। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপি থেকে কান্দি পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রার্থী গৌরাঙ্গ গোপাল সাহা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584