নিজস্ব সংবাদদাতা, হুগলীঃ
হিন্দি গানের সঙ্গে মহিলার কোমর জড়িয়ে উদ্যম নাচছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান, আর এই ভিডিও রাতারাতি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এই ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে ধনিয়াখালির কালিতলায়।
একটি জন্মদিনের অনুষ্ঠানে এক মহিলার কোমর ধরে নাচতে দেখা গেল ধনিয়াখালির ১ নম্বর পঞ্চায়েতের প্রধান বুলবুল মন্ডলকে। প্রায় চার মাস আগে শারীরিক অসুস্থতার কারণে পঞ্চায়েত থেকে ছুটি নিয়েছিলেন তিনি। বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছেন উপ-প্রধান ববিতা সরেন।
এই ঘটনার প্রসঙ্গে বিজেপির হুগলির জেলার সাংগঠনিক সভাপতি সুবীর নাগ বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এইরকম অশালীন আচরণ আশা করা যায় না। এর আগে শ্রীরামপুর সাংসদ কল্যাণ ব্যানার্জীও কোমর দুলিয়ে নেচেছেন। জনসমক্ষে এইধরণের কাজ করা অনুচিত। তৃণমূলের সংস্কৃতির মধ্যেই পরে এই ধরনের অশালীন কাজ।
আরও পড়ুনঃ ইন্টারনেট বন্ধ গোটা ইরানে, বাতাসে বিক্ষোভের গন্ধ
অন্যদিকে, এ বিষয়ে ধনিয়াখালির বিধায়ক মন্ত্রী অসীমা পাত্র বলেন, এই ধরনের ভিডিও ভাইরালের বিষয়ে তিনি কিছু জানেন না। এর আগে বুলবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তাই তাঁকে প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী অসীমা পাত্র।
অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিয়োটির বিষয়ে বুলবুল মন্ডল বলেন, পাঁচ ছয় দিন আগে তিনি তার ভাগ্নির জন্মদিনে নেচেছিলেন।
তিনি কি কোনও পারিবারিক অনুষ্ঠানে আনন্দ করতে পারবেন না? তার নাচে খারাপ কিছু নেই। এই নাচ নিয়ে শুধু শুধু রটনা হচ্ছে। ওই অনুষ্ঠানে বুলবুলের স্ত্রী ও পরিবারের সকলেই ছিলেন বলে জানান বুলবুল মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584