নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
অবৈধ ভাবে কয়েক লক্ষ টাকার শিশু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি ব্লকের বারালা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠেছে অভিযোগ।
গ্রামবাসীদের অভিযোগ, বারালা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেবুল চন্দ্র মার্জিত কৃষ্ণপুর গ্রামের রাস্তার ধারের কয়েক লক্ষ টাকা মূল্যের শিশু গাছ অবৈধভাবে কেটে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা তা জানতে পেরে বাধা দেয় এবং স্থানীয় ব্লক অফিসে ও থানায় লিখিত অভিযোগ করে।
আরও পড়ুনঃ দক্ষিণ ভারতে সক্রিয় আইএসআইএস গোষ্ঠী ঘনিষ্ঠ আল হিন্দ, চার্জশিট পেশ এনআইএ-র
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে স্থানীয় ব্লক প্রশাসন বা থানা কোন ব্যবস্থায় গ্রহণ করেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।যদিও এই বিষয়ে প্রধানের কাছে জানতে গেলে প্রধান কোন কথা বলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584