একদিনের জন্য তৃণমূলে যোগ দিয়ে বিজেপিতে প্রত্যাবর্তন প্রধানের

0
34

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

গতকালই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন যে প্রধান, তিনি আজ আবার ফিরে এলেন বিজেপিতে। এমনই ঘটনা ঘটতে দেখা গেল বালুরঘাটে।

বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান মিরিলা মুর্মু বিজেপির টিকিটে জয়ী হয়ে প্রধান হন। এতদিন প্রধান পদ সামলানোর পর গতকাল তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি।

panchayat pradhan switch to bjp after join one day tmc | newsfront.co
দলীয় পতাকা হাতে মিরিলা মুর্মু। নিজস্ব চিত্র

মিরিলা মুর্মু জানান, সিএএ ও এনআরসি-র প্রতিবাদে তিনি তৃণমূলে যোগ দিলেন। কিন্তু একদিন বাদেই আবার পুরনো দল বিজেপিতে ফিরে আসেন তিনি। এ দিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন এবং সাংসদ সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে পুনরায় বিজেপিতে যোগ দেন তিনি।

আরও পড়ুনঃ বেহাল সেতু নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের

ঘটনায় অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরিলা মুর্মু ও তাঁর স্বামী জানান, প্রলোভন দেখিয়ে তাঁকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল। সে কারণেই তিনি পুরনো দলে ফিরে এলেন।

বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন ও সাংসদ সুকান্ত মজুমদার জানান, পুলিশ দিয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রধানদের তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাঁরা বিজেপির আদর্শে বিশ্বাসী হওয়ায় আবার দলে ফিরে আসছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here