গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বহিষ্কার অঞ্চল সভাপতি

0
81

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বহিষ্কৃত হলেন রঘুনাথগঞ্জের অঞ্চল সভাপতি। রঘুনাথগঞ্জ ২নং ব্লক অঞ্চল সভাপতি বাপি ঘোষকে দল থেকে বহিষ্কার করা হল। অভিযোগ, বিজেপির সাথে যোগসাজশ করে দুষ্কৃতি নিয়ে এসে হামলা করেছে দলীয় কার্যালয়ে।

panchayat president suspend for group conflict | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার সকালে জেলা সভাপতি আবু তাহের খানের উপস্থিতিতে বহিষ্কার করা হয় অঞ্চল সভাপতি বাপি ঘোষকে। মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের জোতকমল অঞ্চলে অঞ্চল সভাপতিকে বদলি করা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে। এর জেরে ব্যাপক মারামারি হয়।

আরও পড়ুনঃ গুজরাটের কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ

ঘটনায় দুই পক্ষের অঞ্চল সভাপতি বাপি ঘোষের সাথে ব্লক সভাপতি সমিরুদ্দিন বিশ্বাসের বচসা থেকে হাতাহাতি শুরু হয়। একাধিক তৃণমূল কর্মীর আহত হন। জোতকমল অঞ্চলে অঞ্চল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করেই পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে। যদিও ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ৩ জনকে গ্রেফতার করা হয়।

প্রকাশ্যে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। দলীয় কার্যালয়ে চেয়ার টেবিল নিয়ে ব্যাপক মারামারি ও ভাঙচুর হয়। হাসুয়া নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। এই হামলায় একাধিক তৃণমূল কর্মী রক্তাক্ত অবস্থায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here