নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল গোয়ালতোড় এলাকার বেশিরভাগই আদিবাসী অধ্যুষিত অঞ্চল। তাই তাদের সম্মান জানাতে খোদ পঞ্চায়েত কার্যালয়ের নাম লেখা হল অলচিকি হরফে।
রাজ্যের মধ্যে প্রথম এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে গড়বেতা-২ ব্লকের পিংবনী-২ নং অঞ্চলের পঞ্চায়েত কার্যালয়ে। বিজেপি পরিচালিত এই অঞ্চলের এই কাজে খুশি এলাকার আদিবাসী মানুষরা। জঙ্গলমহলের অন্তর্ভুক্ত গোয়ালতোড় ব্লক এটি। এই ব্লকের মধ্যে রয়েছে দশটি অঞ্চল। তার মধ্যে পিংবনী-২ অঞ্চল একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে। ১০ জন পঞ্চায়েতের সদস্য নিয়ে গঠিত হয়েছে এই অঞ্চলের প্রধান।
বর্তমানে দশজন পঞ্চায়েত সদস্যের মধ্যে চারজন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে। মাওবাদী আমলে এলাকার আদিবাসী মানুষেরা তাদের প্রতি অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যার ফলস্বরূপ পিংবনী, পাটাশোল, কাদশোল প্রভৃতি এলাকায় গড়ে উঠেছিল মাওবাদীদের আখড়া।
রাজ্যে পালা পরিবর্তনের পর অঞ্চলের ক্ষমতা দখল নেই বর্তমান শাসক দলের। তাদের আমলেই পঞ্চায়েত কার্যালয় নবরূপে সেজে উঠলেও পরিপূর্ণ রূপ পায়নি। গত পঞ্চায়েত নির্বাচলে শাসক দলকে ক্ষমতাচ্যুত করে অঞ্চলের দখল নেয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। অঞ্চলের ক্ষমতা দখল নেওয়ার পর বিজেপি পঞ্চায়েত কার্যালয়ে নতুনভাবে রঙ করে তাতে অঞ্চলের নাম বাংলা এবং অলচিকি হরফে লেখা হয়েছে।
নিজেদের ভাষার অক্ষরে পঞ্চায়েত কার্যালয়ের নাম লেখায় স্বভাবতই খুশি এই অফিসেই কর্মরত জীবিকা সেবক সনাতন সরেন। তিনি জানান, আমরা অলচিকি নিয়ে আন্দোলন করছি। তার মাঝেই আমাদের অঞ্চলের কার্যালয়ের নাম অলচিকি হরফে লেখা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য কাজ।
আরও পড়ুনঃ নেই আয়ের দিশা জনমুখী প্রকল্পের ঘোষণা, প্রতারণার বাজেট প্রতিক্রিয়া সুজনের
আমাদের সম্প্রদায়ের সকলেই খুব খুশি এই পদক্ষেপে। অঞ্চলের প্রধান বিশ্বজিৎ মাহাতো জানান, আমরা সকল সম্প্রদায়ের মানুষকে সমান ভাবেই দেখি। এই অঞ্চলে প্রায় চল্লিশ শতাংশ মানুষ আদিবাসী সম্প্রদায়ের। তাদেরকে যোগ্য সম্মান দিতেই আমাদের এই কাজ৷
অন্যদিকে ব্লকের বিডিও সোফিয়া আব্বাস জানিয়েছেন, এটি যথেষ্ট ভালো কাজ একটি। তবে শুধু দেওয়ালে লিখলেই হবে না। সকলে মিলে এদের উন্নয়নের জন্য কাজ করতে হবে। গড়বেতা -২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্মৃতিরেখা কিস্কু জানান আদিবাসী মানুষদের যোগ্য সম্মান দেওয়া হল। পিংবনীকে দেখে এগিয়ে আসুক অন্যান্য অঞ্চলের প্রধানরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584