নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সরকারিভাবে যাদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে তাদের দু’বেলা খাবারের বন্দোবস্ত করার পাশাপাশি সমস্ত খরচের দায়িত্ব নিয়ে নজির গড়লেন পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ রাহী।
দীর্ঘ তিন মাস ধরে নিজের বাড়িতেই রান্না করে সেই খাবার পাঠাচ্ছেন কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে চারদিন আগে মহারাষ্ট্র থেকে এসেছেন প্রবীর বিশ্বাস সহ আরও অনেকেই।
তারা সেখানে শ্রমিকের কাজ করতেন। বাড়ি পাঞ্জিপারা সংলগ্ন শান্তিনগরে। গ্রামের লোক তাদেরকে ঢুকতে দেয়নি। তাই বাধ্য হয়েই কোয়ারেন্টাইন সেন্টার। তবে তারা সেখানে ভালোই আছেন। কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকরা জানান, ‘খাওয়া-দাওয়া এবং থাকা সহ কোন অসুবিধা নেই। রয়েছে ফ্যান ও লাইট। এমনকি নেই শৌচাগারের সমস্যাও।’
আরও পড়ুনঃ রাজ্যসভা ভোটের আগে গুজরাটে দুই কংগ্ৰেস বিধায়কের পদত্যাগ
বর্তমানে সতেরো জন থাকলেও কয়েকদিন আগে ছিল চুয়াল্লিশ জন। কিন্তু এখন যে ক’জনই থাকুন না কেন, দুবেলা তাদের কখনো ডিম ভাত কখনো মাছ-ভাত কখনো খিচুড়ি সহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে। সঙ্গে রয়েছে অন্যান্য ব্যবস্থা। পঞ্চায়েত উপপ্রধান নিয়মিত সেখানে খোঁজখবর নিচ্ছেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584