টেলিভিশনে আসছে ‘পাণ্ডব গোয়েন্দা’

0
815

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টেলিভিশনে এবার গোয়েন্দা হানা। আসছে ‘পাণ্ডব গোয়েন্দা’। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অনবদ্য গোয়েন্দা সিরিজ টেলিভিশনে নিয়ে আসছে জি বাংলা। প্রোমো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। তবে, কোন স্লটে কবে থেকে এই ধারাবাহিক দেখা যাবে তা জানা যায়নি এখনও।

Pandab Goyenda | newsfront.co

পাণ্ডব দলের পাণ্ডা বাবলুর চরিত্রে রয়েছেন রব দে। রব এর আগে ‘নেতাজি’ ধারাবাহিকে শিশির বসুর চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও ‘লালবাজার’ ওয়েব সিরিজে সাব ইন্সপেক্টর ঋজু বসুর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
বিচ্ছুর চরিত্রে নবাগতা শ্রীতমা মিত্র। বাচ্চুর ভূমিকায় অনুমিতা দত্ত। তিনি মডেলিং করেন। বিলুর ভূমিকায় ঋষভ চক্রবর্তী। ভোম্বলের ভূমিকায় ময়ূখ চ্যাটার্জি।

Rob Dey | newsfront.co
বাবলুর চরিত্রে রব দে

সূত্রের খবর অনুযায়ী, পাণ্ডব গোয়েন্দাকে টেলিভিশনে আনার স্বত্ব রয়েছে। কিন্তু টিভিতে ফেলুদা আসার অনুমতি নেই। এসেছে ব্যোমকেশও। ‘পাণ্ডব গোয়েন্দা’কে টেলিভিশনে আনার কথা ছিল অন্য একটি বিনোদন চ্যানেলের। কিন্তু নানা কারণে তা আর না হওয়ায় উদ্যোগ নিল জি বাংলা।

Rishav Chakraborty | newsfront.co
বিলুর ভূমিকায় ঋষভ চক্রবর্তী
Anumita Dutta | newsfront.co
বাচ্চুর ভূমিকায় অনুমিতা দত্ত

আরও পড়ুনঃ টেলি সঞ্চালনায় আবির

খুব শীঘ্রই জি বাংলায় আসছে ‘পাণ্ডব গোয়েন্দা’। শিশুদের নজর কাড়বে এই উদ্যোগ, তা বলার অপেক্ষা রাখে না। ফ্যামিলি ড্রামা, পিরিয়ডিক ড্রামা, সাহিত্য নিয়ে চ্যানেলে চ্যানেলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে ‘পাণ্ডব গোয়েন্দা’ নিঃসন্দেহে রোমাঞ্চকর আনন্দদান করবে এমন আশা করা বাতুলতা নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here