নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কৈশোর নস্ট্যালজিয়া উস্কে দিতে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে ‘পাণ্ডব গোয়েন্দা’। ৭ সেপ্টেম্বর থেকে রাত ১০ টার স্লটে রহস্য উদঘাটন করতে সক্রিয় হবে বাবলু, বাচ্চু, বিচ্ছু, বিলু আর ভোম্বল। সঙ্গে তো থাকবেই পঞ্চু। বলতে দ্বিধা নেই ছোটদের মন ভরাবে ‘পাণ্ডব গোয়েন্দা’।
প্যানডেমিক পরিস্থিতিতে ছোটদের একমাত্র অবলম্বন মোবাইল। কারো কারো বই। কিন্তু ক’জনের? ফলে, মোবাইল ছেড়ে এবার টিভিতে মন দেওয়ার সময় এসেছে ওদের। শুধু ছোটরা কেন? বড়দেরও কিশোর-কিশোরিবেলার নস্ট্যালজিয়া উস্কে দেবে এই ধারাবাহিক।
চ্যানেলে ইতিমধ্যেই এসে গিয়েছিল প্রোমো। ‘গিয়েছিল’ বলার কারণ, প্রোমোটি হাজারো সমালোচনার মুখে পড়ে। প্রোমোতে বাবলু আর বাচ্চুকে চোখে চোখে প্রেমের ভঙ্গিতে কথা বলতে দেখা গিয়েছে। পাশাপাশি ‘পরিণীতা’ ছবির গান ব্যবহার করা হয় প্রোমোতে।
১৯৮১-তে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় যে সময়ে দাঁড়িয়ে বাবলু, বাচ্চুদের আনেন সেই সময়ে রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ তৈরি হয়নি। তা ছাড়া, বইয়ের পাতায় বাবলুদের গোয়েন্দাগিরি শুরু হয় কৈশোরে। এরপর এরা বড় হয়। কিন্তু কারো সঙ্গে কারো প্রেম-পরিণয় হয় না। কিন্তু ধারাবাহিকের প্রোমো সেই ইঙ্গিত দেয়। ফলে, সমালোচনার মুখে পড়ে। আর তাই চ্যানেল তুলে নেয় প্রোমোটি।
প্রসঙ্গত, পাণ্ডব গোয়েন্দা নিয়ে তৈরি হয়েছে ৩০ টিরও বেশি বই। ছোটগল্প, উপন্যাস আর তারপর বই। আনন্দমেলা এবং শুকতারায় পাণ্ডব গোয়েন্দাদের চিনেছে পাঠক। সেই স্মৃতি আজও টাটকা।
আরও পড়ুনঃ দেবলীনা-দেবদূতের ‘ভালোবাসা পজিটিভ’
ফলে, তার এদিক ওদিক দেখলে জনগণ গর্জে উঠবে সেটাই স্বাভাবিক। আর হলও তাই। এর আগে যতবার ব্যোমকেশ, ফেলুদা কিংবা মিতিন মাসিরা এসেছে তাদের ক্ষেত্রেও এমন হয়েছে। পাঠক আসলে দর্শক হিসেবেও গল্পের নড়চড় দেখতে রাজি নয়।
লেখকের লেখায় বাবলুর সঙ্গে একাধিক নারীর আলাপ-পরিচয়, ঘনিষ্ঠতা দেখা গিয়েছে ঠিকই, তবে বাবলু, বাচ্চু, বিচ্ছু, বিলু বা ভোম্বলরা ছিল ভাইবোনের মতোই। অনেকে আবার চ্যানেলের প্রোমো দেখে বলেছেন, বাবলুদের জীবনে রোমান্স থাকতে পারে না? সেটা বাচ্চুর সঙ্গে হলে আপত্তি কেন?….
আরও পড়ুনঃ লকডাউনে প্রতিভার খোঁজে ইন্ডিয়ান আর্ট লিগ, সঙ্গী রোটারি ক্লাব
এহেন অনেক তর্ক বিতর্কের মুখে ‘পাণ্ডব গোয়েন্দা’। সবকিছুকে সম্বল করেই ৭ সেপ্টেম্বর থেকে আসছে গোয়েন্দা দল। শুরুর আগেই এমন ধাক্কা। ফলে, প্রযোজনা সংস্থার কাছে ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং হয়ে গেল তা বলাই বাহুল্য।
পরিচালনার রাহুল মুখার্জি। টাইটেল ট্র্যাক বানিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। উপস্থাপনায় শান। বাবলুর চরিত্রে রব দে, বাচ্চুর ভূমিকায় অনুমিতা দত্ত, বিলুর ভূমিকায় ঋষভ চক্রবর্তী, বিচ্ছুর ভূমিকায় শ্রীতমা দত্ত, ভোম্বলের চরিত্রে ময়ূখ চ্যাটার্জি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584