বাগড়ির আতঙ্ক জুবলীতে

0
76

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

কলকাতার বাগড়ি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর আতঙ্কিত শহর ঝাড়গ্রামের অতি পুরাতন জুবলী মার্কেটের ব্যবসায়ীরাও। এই এলাকায় রয়েছে ছোট মাঝারি বড় সহ শ’য়ে শ’য়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান।অত্যন্ত ঘিঞ্জি এলাকা খুচরাে থেকে পাইকারি হরেক পণ্য সামগ্রী পাওয়া যায় দত্ত সেন্টারে।এখানেই রয়েছে চায়ের দোকান থেকে শুরু করে খাবারের দোকান।এই রকম জায়গাতেই চারপাশে খোলা বিদ্যুতের তার। কত বছরের পুরাতন ওয়ারিং তা বলা মুশকিল,নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা।যদি একবার কোনওভাবে আগুন লাগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে এই বাজার বলেই আশঙ্কা সকলের।কাপড়ের বড় বড় প্রতিষ্ঠান,গোডাউন সহ বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।কোটি টাকার লেনদেন হলেও নেই আগুন নেভানোর ব্যবস্থা,দমকল বাহিনী প্রবেশ ও জায়গা নেই।

Panic at Jubli
এভাবেই চলছে কেনা বেচা। নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জুবলী মার্কেটের পাশাপাশি একই অবস্থা অনান্য মার্কেট গুলি।খোলা ইলেকট্রিক তার মিটার বক্স ভয়ঙ্কর অবস্থা মানছেন সকলেই।অবিলম্বে সতর্ক না হলে যে কোন সময় বড়সড় বিপদ ঘটতে পারে।

আরও পড়ুন: স্বচ্ছ ভারত অভিযানে কামরা থেকে স্টেশন ঝাঁট দিলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here