শ্যামল রায়,কাটোয়াঃ
কয়েকদিনের টানা বৃষ্টির ফলে কাটোয়া মহকুমার দাঁইহাটে ভাগীরথীর নদীর বাঁধে ধ্বসে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।তাই দ্রুত বাঁধ মেরামতের দাবিতে সরব হয়েছেন।জানা গিয়েছে যে বৃষ্টির জেরে দুর্বল বাঁধের বেশিরভাগ জায়গাতেই জল জমাট বেঁধে যাওয়ায় ধ্বস নামতে শুরু করেছে।
এলাকার বাসিন্দারা এই ধ্বস লক্ষ্য করতে পেরে তড়িঘড়ি প্রশাসনকে খবর দিয়েছেন এবং বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।
শুক্রবার মহকুমা শাসকের দফতর সূত্রে জানা গিয়েছে যে, তড়িঘড়ি সেচ দফতরের আধিকারিকরা বেহাল বাঁধ সংস্কার করবে বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে মাসেজ দপ্তরের আধিকারিক সোমনাথ ঘোষ জানিয়েছেন যে বাঁধের অবস্থা সত্যিই খুব খারাপ এর আগেও কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছিল। সেই সময় বালির বস্তা দিয়ে সংস্কার করা হয়েছিল আবার সাম্প্রতিককালে বৃষ্টি হবার কারণে আবার ধ্বস নামতে শুরু করেছে।বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে আশা করছি মেরামতের কাজ খুব শীঘ্রই শুরু হবে।আরো জানা গিয়েছে যে দাঁইহাটের ১০ নম্বর ওয়ার্ডে ভাগীরথীর বাঁধে ধ্বস নামায় আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।
বিষয়টি এলাকার বাসিন্দারা প্রশাসনিক স্তরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মন্ডল
জানিয়েছে যে দীর্ঘদিন ধরেই ভাগীরথীর নদীর এইসব বাঁধগুলো সংস্কার করা হয় না। তাই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে এই ধরনের ধ্বস নামে এবং বর্ষার সময় জল বাড়ে ফলে এইসব এলাকা প্লাবিত হয়ে পড়ে।তবে শীঘ্রই বাঁধ মেরামতের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে আশা করছি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।এক্স জমিনদারি বাঁধে গত কয়েক বছর ধরেই ধ্বস নামা শুরু করেছে।সেচ দফতর মাঝে মাঝে তাপ্পি দিয়ে কাজ চালিয়ে আসছে বর্তমানে পরিস্থিতি বিপদজনক।এলাকার বাসিন্দাদের অভিযোগ যে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি শ্রাবণ মাসে অতিরিক্ত বৃষ্টি হলে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।সেচ দফতর কোন রকমে বালির বস্তা দিয়ে মেরামত করে কাজ হাসিল করতে চায় কিন্তু সত্যি করে শক্তপোক্ত ভাবে এই বাঁধগুলো মেরামত করা দরকার বলে দাবি উঠেছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে।তাই অতিরিক্ত বর্ষার আগেই বাঁধ মেরামতের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।সেই সাথে বাঁধে ধস নামার কারণে এলাকা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: জাতীয় পতাকার অবমাননা,প্রধান শিক্ষকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584