নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
অনেক কষ্ট করে দিল্লি থেকে নিজের বাড়িতে ফিরে এলেও করোনার আতঙ্কে ঘরে থাকতে দিলেন না খোদ পরিবারের লোকজনেরা। বাধ্য হয়ে ওই শ্রমিক রাতভর মালদহের চৌরঙ্গি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পলিথিন বিছিয়ে শুয়ে থাকেন।
কিন্তু সেখানেও পথচলতি কিছু মানুষ ওই ব্যক্তিকে দেখে সন্দেহ প্রকাশ করে। খবর পেয়ে মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।
আরও পড়ুনঃ ‘সরকারের ইচ্ছে’-কে উপেক্ষা করে কর্মীদের বেতন হ্রাসের সিদ্ধান্ত ইন্ডিগোর
তারাই দিল্লি ফেরত ওই শ্রমিককে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে। ওই শ্রমিকের বাড়ি পুরাতন মালদহ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের খয়েরাতিপাড়ায়। পরিবারে স্ত্রী-সন্তান, বাবা-মা, ভাই-বোন সবাই রয়েছেন।
তাঁদের জন্যই তিনি কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। পুলিশ জানিয়েছে, খয়েরাতিপাড়া এলাকার কিছু মানুষ এবং ওই ব্যক্তির পরিবারের লোকজন করোনা আতঙ্কের জন্য এই কাজ করেছেন। আপাতত ওই ব্যক্তিকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584