নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ফের হিংস্র জন্তুর আতঙ্ক ছড়িয়ে পড়ল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডাহিপাকটিয়া গ্রামে। এদিন গৃহপালিত সাতটি ভেড়ার রক্তাক্ত দেহাংশ উদ্ধারের পর এই আতঙ্কের ছায়া ঘনিয়ে উঠেছে ডাহিপাকটিয়া গ্রামে।
আরও পড়ুনঃ রক্তের দাগ আর পায়ের ছাপ,অজানা জন্তুর আতঙ্কে গ্রামবাসী
এদিন ভোরে গ্রামের মানুষজন গৃহপালিত পশুদের চিৎকারে ঘর থেকে বেরিয়ে দেখেন গোয়ালে ভেড়া নেই। তার বদলে তাজা রক্তের দাগ। সকাল হতেই গ্রামবাসীরা দেখে পাশের জঙ্গলে দেহাংশ গুলি পড়ে রয়েছে। দেহের বিভিন্ন অংশে গভীর ক্ষত রয়েছে। পাশাপাশি জঙ্গল থেকে পায়ের ছাপ সংগ্রহ করেছে বনদপ্তর।
তবে বনদপ্তর এখনও নিশ্চিত নয় যে গৃহপালিত পশুগুলি কিভাবে মারা গিয়েছে। তবে বন্য হিংস্র জন্তুর আক্রমনে গৃহপালিত পশুগুলি মারা গিয়েছে বলেই দাবি করেছেন গ্রামের বাসিন্দারা। এই ঘটনার পর থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ডাহিপাকটিয়া গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584