হাতির ভয়ে আতঙ্কিত চাষীরা,বনদফতর দিয়েছে শুধুই সতর্কবার্তা

0
65

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

panic scared farmers afraid of elephants
ফাইল চিত্র

সূর্য ডুবলেই হাতির আনাগোনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধামকুড়িয়া বিট সংলগ্ন এলাকায়। হাতি ঢুকে পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা স্থানীয়দের।উল্লেখ্য, দুটি হাতি বর্তমানে ধামকুড়িয়া বিটের পানশিউলি জঙ্গলে রয়েছে এমনই খবর স্থানীয় থেকে বন দফতরের।গত শনিবার রাতে ধামকুড়িয়্যা বিটের বন সংলগ্ন রাজবাঁধ এলাকায় হাতি ঢুকে পড়ায় বিরাট কিছু ক্ষয়ক্ষতি না হলেও অল্পবিস্তর খামারে থাকা ধান ও জমিতে বাঁধা কপি নষ্ট করে এবং একটি ঝিটেবেড়ার মাটির দেওয়াল ভাঙ্গে একটি দলছুট হাতি।অপরদিকে সোমবার সন্ধ্যায় গোপীনাথপুর গ্রামে ঢুকে একটি মাটির বাড়ি ভেঙ্গে ফেলে হাতিটি,এমনই দাবী ওই এলাকার মানুষের।গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় পানশিউলির জঙ্গল থেকে বিকেলে চাষের জমিতে নেমে পড়ে একটি হাতি।স্থানীয়রা আগুন জ্বালিয়ে হাতিটিকে খেদিয়ে ফের জঙ্গলে পাঠায়।

দিন তিনেক ধরেই কখনও একটি তো আবার কখনও একসাথে দুটি হাতি ধামকুড়িয়্যা বিটের জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ছে বলে স্থানীয়দের দাবি। বনদফতর সূত্রে খবর, আঁধানয়ন বিট এবং তার পাশের বিট ধামকুড়িয়াতে ঘোরা ফেরা করছে দলছুট দুটি হাতি।বন দফতরের তরফে হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।কোনরুপ অপ্রীতিকর ঘটনা এড়াতে বন দফতরের তরফে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।প্রতি বছরই এই সব এলাকায় হাতি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। সবে মাঠ থেকে ধান তুলে আলুর ফলন ফলানো হয়েছে এবং প্রচুর পরিমানে সবজি চাষও হয়েছে চন্দ্রকোনার ধামকুড়িয়া বিট সংলগ্ন গোপীনাথপুর, ধামকুড়ি্য্যা,রাজবাঁধ, পানশিউলি সহ একাধিক একাকায়। এখন যদি জমিতে হাতি নামে তাতে আলুতে ক্ষতির আশঙ্কা চাষীদের।এছাড়াও জঙ্গল লাগোয়া গ্রাম থাকায় আতঙ্কে স্থানীয় গ্রামবাসীরাও।

আরও পড়ুন: ফের হাতির হানায় মৃত্যু, এবার গোয়ালডিহিতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here