নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিলকুণ্ঠা গ্রামে প্রাতঃভ্রমণ করতে এসে রাস্তার উপরে রক্ত দেখে দিশেহারা গ্রামবাসী।রাস্তার উপরে কিছুটা জায়গা নিয়ে চাপ চাপ রক্ত ও হাতের লোহার বালা ও জুতো দেখা যায়,এমন খবর ছড়ানোর পর চাঞ্চল্য ছড়ায় আশপাশের গ্রামে।
গত বছর লক্ষ্মী পুজোর এমন দিনে গড়কিল্লা গ্রামের তন্ত্রসাধনার জন্য বারাসাত থেকে একটি মেয়েকে এনে বলি দিয়েছিল।পান বরজের ধারে তন্ত্রসাধনার ধুপ,ফুল,ছড়া,রক্ত সংগ্রহ করার জন্য পাত্র তন্ত্র সাধনার যাজক ক্রিয়ার পড়ে থাকতে দেখা যায়।ভোরের বেলা মুন্ডুহীন দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারই দু’কিলোমিটার ভিতরে নিলকুণ্ঠা গ্রামে রাস্তার উপরে রক্ত ও হাতের বালা দেখে চাঞ্চল্য ছড়ায় আশপাশে গ্রামের মানুষজন মধ্যে।
ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে রক্তের নমুনা সংগ্রহ ও হাতের বালা ও জুতো সংগ্রহ করে নিয়ে যায়।জনবসতি থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল কী করে তাও তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।রক্ত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ গ্যাস কাটার দিয়ে লক কেটে এ টি এম লুঠ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584