নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারী ভাইরাসের মোকাবিলায় শুধু প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দফতরকে সতর্ক থাকলে হবে না, সাধারণ মানুষ কেউ এ বিষয় নিয়ে যথেষ্ট সতর্ক থাকা উচিত। তেমনই এক দৃষ্টান্তের ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়। মঙ্গলবার সকাল নাগাদ পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালের সামনে হঠাৎই হাসপাতালের নিরাপত্তারক্ষী দেখেন দুইজনকে ঘোরাঘুরি করতে।
তখন তাদের কাছ থেকে জানতে পারে তারা চেন্নাই থেকে এসেছে। গতকাল দমদম বিমানবন্দরে নামে এবং গাড়ি করে বড়মা হাসপাতালের সামনে হাজির হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই দুই ব্যক্তির নাকি করোনা পজিটিভ। শুধু তাই নয় পজিটিভের রিপোর্টও তাদের কাছে রয়েছে। তরিঘরি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে ভর্তি করে নেয়।
আরও পড়ুনঃ সৌরভের মুকুটে নয়া পালক
জানা যায়, ওই দুই ব্যক্তির একজনের বাড়ি শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায়, ও অপরজনের বাড়ি অনন্তপুর এলাকায়। আরও জানা গিয়েছে ওই দুজনের সাথে আরও সাতজন চেন্নাই থেকে দমদম বিমানবন্দরে নামে,তবে তাদের এখনও পরীক্ষা করা হয়নি। জানা গিয়েছে এই ন’জন চেন্নাইয়ের এক কারখানাতে কাজ করতেন।
আরও পড়ুনঃ পরিবেশ বান্ধব বাস পরিষেবায় ‘ভারতে রোল মডেল কলকাতা’, বিশ্বে চতুর্থ
কারখানার একজনের করোনা পজিটিভ ধরা পড়ায়, কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আরও জানা যায় ওই দুইজন করোনা পজিটিভ ব্যক্তি জানতে পেরেছেন পাঁশকুড়ার বড়মা হাসপাতালে করোনার চিকিৎসা হয়, সেই কারণেই সাতসকালে ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের। এই দুই ব্যক্তির এমন কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষের সচেতন হওয়া উচিত এটাই মনে করছে বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584