নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ
অসুস্থ ছাত্রীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিম মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ধর্মা পান্থপাদপ সোসাইটি।কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জটিল অসুখে আক্রান্ত হয়ে একবছরের বেশি সময় শয্যাশায়ী বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের ছাত্রী সৌমিলী ঘোষ।
ডিসেম্বর মাসে চাকুরী জীবন থেকে থেকে অবসর নেওয়ার কয়েকদিনর মধ্যেই জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে আগে সৌমিলীর বাবা হঠাৎই প্রয়াত হন। বাবা মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মী ছিলেন।বর্তমানে সৌমিলী ব্যাঙ্গালোরের চিকিৎসা প্রতিষ্ঠানের অধীনে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ প্রাপ্য চাকরির দাবীতে দীর্ঘ অবস্থান বিক্ষোভে অসুস্থ আন্দোলনরতরা
প্রতিদিনের ওষুধ,পথ্যের খরচও অনেক। শনিবার বিকেলে পান্থপাদপ সোসাইটির পক্ষ থেকে সৌমিলীর বাড়িতে যান সংস্থার সভাপতি সুশান্ত কুমার ঘোষ, সহসভাপতি সরোজ মান্না,সদস্য সুদীপ কুমার খাঁড়া,কাঞ্চনজ্যোতি দোলই,অভি কোলে প্রমুখ। সঙ্গে ছিলেন সৌমিলির পূর্ব পরিচিত অনিন্দিতা মন্ডল।
সৌমিলীর মায়ের হাতে সোসাইটির পক্ষ থেকে কিছুটা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং সৌমিলীর দ্রুত আরোগ্য কামনা করা হয়।পান্থপাদপের পক্ষ থেকে জানানো হয় ,তাঁরা তাঁদের সংস্থার সামর্থ্য মতো সাহায্য করেছেন। পান্থপাদপের পক্ষ থেকে অন্যান্য সুহৃদ ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সৌমিলীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। উল্লেখ্য ইতিমধ্যে সৌমিলীর বিদ্যালয়সহ অনেকেই সৌমিলীর পাশে দাঁড়িয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584