টেলিপর্দায় ফিরলেন টলিউডের ‘বিবি পায়রা’ পাপিয়া অধিকারী

0
171

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২০১৭-তে ‘ম্যাজিক মোমেন্টস’-এর প্রযোজনায় ‘গাছকৌটো’র পর অনেকদিনের ব্রেক। আর দেখা যায়নি তাঁকে টেলিপর্দায়। রাজনীতির পথেও হেঁটেছেন টলিউডের ‘বিবি পায়রা’। কিন্তু না, সেই জায়গা তাঁর জন্য নয়। আসল জায়গা হল ফ্লোর। তাই ফের স্বমহিমায় ফিরলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী।

Dutta and Bouma

কালারস বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘দত্ত অ্যান্ড বৌমা’। সেখানেই ঠাকুমার চরিত্রে দেখা যাবে পাপিয়া অধিকারীকে। পারিবারিক গয়নার ব্যবসার হাল ধরবে সেই ঠাকুমা।

বলা ভাল, গল্পের কেন্দ্রে সেই ঠাকুমাই। কপোত-কপোতীর ভূমিকায় দেখা যাবে তিতিক্ষা দাস এবং আদিত্য বক্সিকে। তিতিক্ষার টেলিপর্দায় এটাই ডেবিউ হতে চলেছে। আদিত্য মুম্বইতে কিছু কাজ করেছেন এর আগে। ঠাকুমার নাতির ভূমিকায় থাকবেন আদিত্য। আর নাত বৌয়ের চরিত্রে তিতিক্ষা। ঠাকুরদার চরিত্রে কৌশিক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আসছে ‘তিন শক্তির আধার-ত্রিশূল’, ভিলেনি ইমেজে ফিরছেন দেবলীনা দত্ত মুখার্জি

ঐতিহ্যবাহী গয়না প্রস্তুতকারী সংস্থা থাকবে গল্পের কেন্দ্রে। যার প্রাণভোমরা সেই ঠাকুমা। ‘শশী সুমিত প্রোডাকশন’-এর হাত ধরে আসছে এই ধারাবাহিক। সামনে এসেছে প্রোমো। খুব শীঘ্রই কালারস বাংলা চ্যানেলের পর্দায় আসবে এই ধারাবাহিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here