উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কনকনে ঠান্ডা উপেক্ষা করেই সল্টলেকের রাস্তার ওপর অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন রাজ্যের পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকরা। হাইকোর্টের অনুমতি নিয়ে আঠারোই ডিসেম্বর থেকে সল্টলেকে অবস্থান-বিক্ষোভ করছেন তাঁরা৷ রবিবার এই অবস্থান তৃতীয় দিনে পড়ল।
পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকদের বক্তব্য-বেতন কাঠামো নিয়ে তাঁদের দাবি না মেটা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে। তাদের এই আন্দোলন গত বছরের একাধিক ইস্যুতে শিক্ষকদের আন্দোলনের কথা মনে করাচ্ছে। বর্তমানে সেন্ট্রাল পার্কের তিন থেকে পাঁচ নম্বর গেটের সামনে পার্শ্বশিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ চলছে।
হাইকোর্টের তরফে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। নিজেদের দাবি নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, “আমাদের একটাই দাবি- ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো প্রদান করা। যতক্ষণ পর্যন্ত এই দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আমরা তুলব না। আমরা এখনও পর্যন্ত সরকারের তরফে আলোচনায় বসার কোনও আভাস পাইনি।
আরও পড়ুনঃ ‘হাই রিস্ক’ তালিকায় চিকিৎসাধীন ৬০ শতাংশ করোনা রোগী, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর
তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী সবার দুয়ারে দুয়ারে সরকার যাচ্ছে। আমরা সরকারের কষ্ট হবে ভেবে সরকারের দুয়ারে রয়েছি এবং গত শুক্রবার আমরা বিকাশ ভবনে গেছিলাম। কিন্তু, আমরা কারও সঙ্গে দেখা করতে পাড়িনি। শিক্ষামন্ত্রী ছিলেন না এবং অন্য আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারিনি। আগামীদিনেও আমাদের চেষ্টা থাকবে। আশা করি, সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করবে।”
এদিকে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের (বিজিটিএ) তরফেও বেতন কাঠামো সংক্রান্ত দাবি তোলা হয়েছে। বিজিটিএ-র রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, “আমরা মূলত রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলিতে কর্মরত গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকারা হাইকোর্ট থেকে ধরনা মঞ্চ করার অনুমতি নিয়ে এখানে বসেছি।
আরও পড়ুনঃ জুতোর মালা-কুশপুত্তলিকা দাহ মেদিনীপুর জুড়ে ক্ষোভ শুভেন্দুকে ঘিরে
আমাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট শিক্ষকদের যে প্রাপ্য বেতন কাঠামো সেটা দেওয়া হয় না। সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট দুহাজার উনিশের বাইশ জুলাই আমাদের প্রাপ্য বেতন কাঠামো দেওয়ার রায় দেয়।
কিন্তু এই সরকার দিচ্ছি দিচ্ছি করে কখনও পে-কমিশনের নামে বারবার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ঘোরাচ্ছে। আমরা আজ তিনদিন হল রাস্তায় বসে রয়েছি। আমরা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাব। যতদিন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় মেনে অর্থ দফতর আমাদের টিজিটি স্কেল প্রদান না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584