প্ল্যাকার্ড হাতে একবুক জলে দাঁড়িয়ে শিক্ষকরা! সাক্ষী থাকল কালীঘাটের আদিগঙ্গা

0
125

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আবেদন, নিবেদন, মিছিল, অবস্থান, অনশনের পথ ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বিক্ষোভ দেখাতে সোজা আদি গঙ্গায় নেমে গেলেন শিক্ষামিত্র ও বেসরকারি মাদ্রাসার শিক্ষকরা। তাও আবার মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে। একবুক জলে দাঁড়িয়ে দাবি লেখা প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে রইলেন তাঁরা। আজ সরস্বতী পুজোর দিন এমনি ঘটনার সাক্ষী রইল কালীঘাটের আদিগঙ্গা।

Teachers protest at kalighat Adiganga | newsfront.co
কালীঘাটের আদিগঙ্গায় প্ল্যাকার্ড হাতে শিক্ষক। নিজস্ব চিত্র

মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমে পড়েন শিক্ষামিত্র ও অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকদের পাঁচজন প্রতিনিধি। তাঁদের মধ্যে একজন মহিলাও ছিলেন। একবুক জলে দাঁড়িয়ে থাকেন তাঁরা, হাতে রাখেন প্ল্যাকার্ড। আজকে অতর্কিতে এই বিক্ষোভ দেখাতে তাঁরা যে প্রস্তুতি নিয়েই এসেছিলেন তা বোঝা যায় প্ল্যাস্টিকে মোড়া প্ল্যাকার্ডগুলি দেখেই।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে পুলিশের তরফে বিক্ষোভকারীদের জল থেকে উঠে আসার জন্য আবেদন নিবেদন করা হয়। প্রথমে শুনতে চাননি বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ চার রাষ্ট্রায়ত্ত ব্যংককে বেসরকারিকরণের পথে কেন্দ্র

তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাতে হবে। শেষ পর্যন্ত পুলিশের একজন আধিকারিক নেমে পড়েন জলে। বুঝিয়ে বিক্ষোভকারীদের জল থেকে উঠতে রাজি করানো হয়। দড়ির সাহায্যে আদি গঙ্গা থেকে উঠে আসেন তাঁরা। এদিন প্রায় কুড়ি পঁচিশ মিনিট জলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুনঃ ১৯ বছর পর গ্রেফতার গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত

মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন পার্শ্বশিক্ষকও। কেন এই অভিনব বিক্ষোভ? জানা গিয়েছে, রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে কেন সরকারি অনুমোদন দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়েছিল অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকদের তরফে।

পাশাপাশি, মাদ্রাসাগুলিকে অনুমোদন দেওয়ার দাবিও তুলেছিলেন তারা। অন্যদিকে, শিক্ষামিত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন দেয়নি সরকার। বাড়ায়নি ভাতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here