সুন্দর পিচাই, সত্য নাদেলার পথ ধরে টুইটারের সিইও হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল

0
103

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সুন্দর পিচাই নামটি সবার জানা। খড়গপুর আইআইটি এর ছাত্র পিচাই গুগলের সিইও(CEO) হয়ে মুখোজ্বল করেছিল গোটা ভারতবাসীর। দেশের হয়ে গৌরবান্বিত ‘সুন্দর ইতিহাস’ রচনা করে, ভারতবর্ষকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। পিচাই এর দেখানো রাস্তা ধরে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তিকে আবারও উজ্জ্বল করলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। তিনি টুইটারের সিইও(CEO) নির্বাচিত হয়েছেন।

Parag Agarwal
পরাগ আগারওয়াল

ছাত্রজীবনে তিনি বোম্বে আইআইটি এর ছাত্র ছিলেন। এছাড়াও স্কুল জীবন কাটিয়েছেন মুম্বাই এর স্কুলে। ছাত্রাবস্থায় থেকে অত্যন্ত মেধাবী ছিলেন বলে জানা যায়। বম্বে আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইন্জিনিয়ারিং-এ বি.টেক করেন। এরপর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এ প্রসঙ্গে উঠে আসে আরও এক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলার নাম, মাইক্রোসফটের সিইও তিনি। স্টিভ বলমারের উত্তরসূরি হয়ে ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও হিসেবে যোগ দেন তিনি।

গতকাল টুইটারের সহ প্রতিষ্ঠা এবং সিইও জ্যাক ডোরসে ঘোষণা দেন, “তিনি এই পদে আর বহাল থাকছেন না।” টানা ১৬ বছর পর তিনি ইস্তফা দিচ্ছেন। তাঁর ভাষায়, “প্রতিষ্ঠানের সাথে টানা ১৬ বছর নানাভাবে জড়িয়ে থেকে কাজ করছি। কিন্তু এখন আমার সময় হয়েছে অবসর নিয়ে সময়টুকু কাটানোর। তাই আমাদের প্রতিষ্ঠানের পরবর্তী সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে পরাগ আগরওয়ালকে। আমার বিশ্বাস আমাদের অনুপস্থিতিতে পরাগ সংস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।”

আরও পড়ুনঃ “কৃষি আইনের মতই সরকার প্রত্যাহার করুক সিএএ”, দাবি এনডিএ সহযোগী এনপিপি-র

অন্যদিকে, পরাগ আগারওয়াল এমন শুভ সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি এমন কৃতিত্বে নিজেকে সন্মানিত বোধ করছি।” ২০১১ সালে পরাগ টুইটারে কাজে যোগদান করেন। ২০১৭ সালে প্রোমোশন পেয়ে মাইক্র-ব্লগিং সাইট টুইটারের চিফ টেকনোলজি অফিসার পদে বহাল পান।

আরও পড়ুনঃ এয়ারটেল, ভোডাফোনের পথে হেঁটে প্রিপেড রিচার্জের দাম বাড়াচ্ছে মুকেশ আম্বানির জিও

তবে তিনি ২০০৬ সালে প্রথম মাইক্রোসফট কোম্পানিতে যোগদান করেন। সেখানে কিছু দিন কাজ করে অল্প সময়ের ব্যবধানে মাইক্রোসফট ছেড়ে ইয়াহুতে যোগ দেন। সেখানে ১৬ মাস কাটিয়ে আবার মাইক্রোসফটে যোগ দেন। সেখানে প্রায় তিন বছর কাটিয়ে ২০১১ সালে অক্টোবর মাসে টুইটারে চলে আসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here