নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘জতুগৃহ’তে এক ৭০ বছর বয়সি নাগরিকের চরিত্রে ধরা দেবেন পরমব্রত। মূলত হরর স্টোরি। এই প্রথমবার বনি-অনামিকা জুটিকে দর্শকের সামনে আনছেন পরিচালক সপ্তাশ্ব বসু। তবে রোমান্টিক লাভ স্টোরি এই ছবিতে সেভাবে ডালপালা মেলবে না বলেই জানা গিয়েছে। বরং অন্যদিক উঠে আসবে গা ছমছমে হরর মিস্ট্রি।
আবার একইভাবে এই প্রথমবার কোনও বর্ষীয়ান নাগরিকের চরিত্রে ধরা দেবেন পরম। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরমব্রতর ক্যারেক্টরের পোস্টার। দুই পুরুষ এবং এক নারীকে ঘিরে এগোবে গল্প।পরিচালক সপ্তাশ্ব বসু জানান- “জতুগৃহে নিশাদগঞ্জের এক চার্চের ফাদারের চরিত্রে দেখা যাবে পরমকে। চরিত্রের নাম জোসেফ। মিডল এজের সিনিয়র ফাদার। ষাটের কাছাকাছি বয়স। তাঁর চোখের মণির রং, স্কিন টোন, হেয়ারস্টাইল বদলানো হবে ছবিতে। চেহারায় বর্ষীয়ানের ইমেজ আনার জন্য সাহায্য নেওয়া হবে প্রস্থেটিক মেক আপের। গল্পে পরমের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এই প্রথমবার প্রবীণ নাগরিকের চরিত্রে পরম৷ যাকে এখনও কলেজের ছাত্রের চরিত্রে দিব্যি মানায়।”
সূত্রের খবর অনুযায়ী, মে মাসের মাঝামাঝি শুটিং শুরুর কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য তা স্থগিত। লকডাউন উঠলেই শুটিং শুরুর প্ল্যান পরিচালকের। ছবির বেশিরভাগ শুটিং হবে উত্তরবঙ্গে। বাকিটা হবে কলকাতায়। ইন্দো-ওয়েস্টার্ন ফিউজন বিজিএম করার চেষ্টা করা হবে ছবিতে।
আরও পড়ুনঃ কৃষ্ণকিশোরের জায়গায় রাহুল বর্মন, পালটে গেল চরিত্রের মুখ
সম্ভবত ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিকটি দেখবেন ডাব্বু। তিনি হয়ত একটি গানও তৈরি করবেন। জুবিন নওটিয়াল একটি গান গাইছেন এই ছবিতে। বলাবাহুল্য, টলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে।সব দিক ঠিক থাকলে এই শীতেই মুক্তি পাবে ‘জতুগৃহ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584