নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
বলিউড পরিচালক করণ জোহরের নতুন ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই খবর অনেকেই জেনে ফেলেছেন ইতিমধ্যে।

সোশ্যাল মিডিয়ায় পরমভক্তরা এমনও লিখেছেন- “করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বলেছেন, চরিত্রটায় কিছু করার নেই। অফার ছিল নাকি কোটি টাকার। খবরে যা পড়লাম। পরমব্রত, ঋত্বিক ঘটকের নাতি এবং মহাশ্বেতাদেবীরও নাতি। মানে সম্পর্কে নাতি। তাই বলি, গুণীজনের রক্ত যাবে কোথায়!! পরমের জন্য বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে। ঋত্বিক ঘটকের নাতিই তো ‘না’ বলতে পারবেন করণ জোহরকে। উফ্! এত ভাল লাগছে!”…
পরম সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন করণের নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে তাঁর বিশেষ কিছু করার নেই। তাই তিনি কাজ করছেন না। এই ছবির জন্য অবশ্য অভিনেতা টোটা রায় চৌধুরী সাইন করে ফেলেছেন। তবে তাঁর চরিত্র নিয়ে কিছুই জানা যায়নি। এই ছবিতে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়-এরও অভিনয় করার কথা। সেই বিষয়ে পোক্ত কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ নতুন পথে জুন আন্টি, ঊষসী খুললেন নিজের ইউটিউব চ্যানেল
সূত্রের খবর, এই ছবিতে নিজের তেমন কিছু করার নেই বলে পরম সরে দাঁড়িয়েছেন, এ কথা যেমন সত্য। তেমনি করণের এই নতুন ছবির চিত্রনাট্যের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। করণ এবং তাঁর টিমকে জানিয়েছেন শুভেচ্ছা। আলিয়া ভাট, রণবীর সিং, টোটা রায়চৌধুরী অভিনীত এই ছবি সকলের ভাল লাগবে বলে আশাবাদী টলিউডের এই শক্তিশালী অভিনেতা। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম বাংলা ছবি ‘মানবজমিন’-এ প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। আর এই জার্নি নিয়ে বেশ আপ্লুত তিনি তা বলাই বাহুল্য৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584