জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
করোনার বাড়বাড়ন্তের ফলে আবার বন্ধ হয়ে গিয়েছে স্কুল। এই সময়ে পড়ুয়াদের ভরসা ছিল একমাত্র অনলাইন ক্লাস। কিন্তু তাতেও সমস্যা। অনেকের কাছেই স্মার্টফোন নেই, আবার অনেকের ফোন থাকলেও নেটওয়ার্কের সমস্যা। এমন পরিস্থিতিতে রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প চালু করছে রাজ্য সরকার। আজ সোমবার থেকে শুরু হলো পাড়ায় পাড়ায় শিক্ষালয়।
কেমন হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয় তা দেখতে সোমবার কান্দি থানার অন্তর্গত জীবন্তির উদয়চাঁদ হাইস্কুলে পরিদর্শনে এলেন কান্দি সার্কেলের এসআই গোবিন্দ রায়। সোমবার এই স্কুলের মাঠের প্রাঙ্গনে চলছিল ক্লাস। পরিদর্শন করে তিনি জানান, “দীর্ঘদিন পর শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে ফিরতে পেরে, তারা আনন্দের সঙ্গে ক্লাস করছে।” তাছাড়া ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কান্দির প্রায় সমস্ত স্কুলে ভালোভাবে হচ্ছে।
পাড়ায় শিক্ষালয় বিষয়ে উদয়চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামজ্জোহা বিশ্বাস বলেন, “মোট চার ঘণ্টা পড়াশোনা। দু’দফায় দুঘণ্টা করে লেখাপড়া। গাছের তলায়, খোলা জায়গায় বা ছাউনি দেওয়া জায়গায় পড়াশোনা করবে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের দেওয়া হবে মিড ডে মিলও। কোভিড বিধি মেনেই পড়ানো হচ্ছে পড়ুয়াদের।”
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ ক্যারাটে স্কুলে আয়োজিত হল বার্ষিক ক্যারাটে পরীক্ষা ও সেলফ ডিফেন্স প্রোগ্রাম
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584