নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুদারুগাও-এ ৬৪ নম্বর আইসিডিএস কেন্দ্রে নিম্ন মানের খাওয়ার দেওয়া অভিযোগ উঠল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
অভিভাবকদের অভিযোগ যে আইসিডিএস থেকে বাচ্চাদের জন্য যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। চাল ও ডালে পোকা ধরেছে। সেই চাল, ডাল ও আলু দেওয়া হচ্ছে। যা খেয়ে বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । অনেকবার শিক্ষিকাকে বলা হয়েছে, কিন্তু কোন লাভ হয়নি ৷
তাই কোন উপায় না দেখে বাচ্চাদের সেই সব খাবার না খাইয়ে বাড়ির গবাদি পশুদের খাওয়াচ্ছি। অপরদিকে এই বিষয়ে ৬৪ নম্বর আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা কানিজামনাকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন যে আমরা বাচ্চাদের যে খাবার দিচ্ছি, তা খাবার যোগ্য।
আসলে খাবার যা মজুত ছিল , তা প্রয়োজনের তুলনায় অনেকটা বেশী হয়ে যাওয়ায় আর বর্ষাকাল হওয়ায় একটু পোকা ধরে গিয়েছিল ৷ কিন্তু তা নষ্ট হয়ে যায়নি বলে রোদে শুকিয়ে তা দেওয়া হয়েছে ৷ আর নষ্ট হয়ে যাওয়া জিনিস খেলেই বাচ্চারা অসুস্থ হবে।
অন্যদিকে এই বিষয়ে ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসিরকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, ‘যদি কোন আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাওয়ার দিয়ে থাকে তাহলে আমরা বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। তা যদি প্রমাণিত হয় , তবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুনঃ গড়বেতায় কৃষি বিলের বিরোধিতা করে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে পোকা ধরা চাল ,ডাল কি ভাবে দেওয়া হল বাচ্চাদের খাওয়ার জন্য ? তবে বিষয় টি জানার পর প্রশাসন কি ব্যবস্থা নেয়,সেই দিকেই তাকিয়ে রয়েছে অভিভাবকরা ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584