ডোমকলে ভোটের ময়দানে ‘না’ আনিসুরের

0
232

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রাজনৈতিক জগতে অন্যতম একটা নাম আনিসুর রহমান। তিনি মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভার ৬ বারের বিধায়ক সহ বাম আমলের মন্ত্রীও ছিলেন।

Anisur Rahaman | newsfront.co
আনিসুর রহমান। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার রায়পুর অঞ্চলের বিলাসপুর গ্রামে জন্ম আনিসুর রহমানের। পেশায় হাইস্কুল শিক্ষক এই মানুষটি পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে প্রধান,পঞ্চায়েত সমিতির সভাপতি সবই হয়েছেন।

Mustafijur Rahaman | newsfront.co
বর্তমান এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান। ফাইল চিত্র

ডোমকলের সাধারণ মানুষ তাকে এক নামেই চেনেন। বাম জামানায় হয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী, গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রীও হয়েছেন আনিসুর সাহেব। ডোমকলের উন্নয়ন তারই হাত ধরে হয়েছে সেটা সকলে এক বাক্যে মেনে নেন। ডোমকলে বিভিন্ন কলেজ, ডোমকলকে মহকুমায় পরিণতি করার কারিগর তিনি।

আরও পড়ুনঃ প্রথাভেঙে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় মিঠুনের যোগদান

Mustafijur Rahman | newsfront.co

এমনকি ভারত স্বাধীন হবার পরে মুর্শিদাবাদ জেলায় প্রথম বালিকা মহাবিদ্যালয় তিনি ডোমকলে স্থাপিত করেছেন। জেলার সদর বহরমপুরের একটা ছিল বালিকা মহাবিদ্যালয়। গ্রাম এলাকার মেয়েদের কথা মাথায় রেখে তার অনেক চেষ্টার পরে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উপস্থিতে শুভ উদ্বোধন হয় ডোমকল বালিকা মহাবিদ্যালয় ও রবীন্দ্র নজরুল ভবন।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী না পসন্দ, জঙ্গলমহলে ভূমিপুত্র প্রার্থী দেবে সমন্বয় মঞ্চ

শারীরিক অসুস্থতার কারণে রাজ্য নেতৃত্বের কাছে লিখিত ভাবে জানিয়েছেন যে এবার তিনি আর ভোটে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না। তারপরে ডোমকল বিধানসভায় কে প্রার্থী হবে তা নিয়েও ধোয়াসা রয়েছে।

যদিও সূত্রের খবর আনিসুর রহমানের জায়গায় ডোমকল এরিয়া কমিটির সম্পাদক, প্রাক্তন ছাত্রনেতা মোস্তাফিজুর রহমানকে প্রার্থী করা হতে পারে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here