ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

চলতি করোনা পরিস্থিতিতে নিজেদের সন্তান ও অন্যান্য ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে উদ্বিগ্ন দিল্লি রেসিডেন্স কলোনির কিছু অভিভাবক অভিভাবিকা সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা জুলাই মাসে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেন।
গত ১৮ই মে সিবিএসই বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানায় যে ১-১৫ জুলাইয়ের মধ্যে তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে অভিভাবকরা সাম্প্রতিক এইমসের দেওয়া তথ্য আবেদনে তুলে ধরেন। যাতে বলা হয়েছে দেশে জুলাই মাসে করোনা ভাইরাস আক্রান্ত সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। এতে ছাত্রছাত্রীরা করোনায় আক্রান্ত হতে পারে। পরীক্ষা দিতে গিয়ে যদি তারা তারা উপসর্গহীন করোনা ভাইরাসের বাহক হয়, তাহলে পরিবারের সদস্যদের মধ্যেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে।
আরও পড়ুন:১ জুলাই থেকে শুরু সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা
আর যদি বিধি-নিষেধের কথা ভাবা হয়, তাহলেও জুলাই মাসের ৪৫ ডিগ্রি তাপমাত্রায় মাস্ক বা হ্যান্ড গ্লাভস পরে ৪ ঘন্টা ধরে পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রীদের পক্ষে খুবই কষ্টকর হবে বলে আবেদনে তুলে ধরা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584