মনিরুল হক,কোচবিহারঃ
মার্জিন কত হবে,সেটা সঠিক ভাবে বলতে না পারলেও কোচবিহার কেন্দ্রে জেতার দাবি করছে আসছে তৃনমূল- বিজেপি দুই পক্ষই।তাঁদের দাবিতেই স্পষ্ট লড়াই এবার হাড্ডাহাড্ডি।তাই একটি বুথের ‘রি-পোলিং’য়েও মাঠ ছেড়ে দিতে রাজি নন কেউই।

সকাল সকাল ভোটের হালহকিকত দেখতে হাজির হয়েছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। তারপরেই একে একে বুথে গিয়ে হাজির হন তৃনমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
‘মকপোল ডিলিট না করেই ভোট গ্রহণ করায় এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলখুচি বিধানসভার সাধুরহাট এলাকার ১৮১ নম্বর বুথে রি-পোলিং হয়। ওই বুথে মত ভোটার ১৩৫২ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৭১৭ ও মহিলা ৬৩৫।ভোট গ্রহণের জন্য রাজ্য পুলিশের পাশাপাশি ব্যাপক কেন্দ্রীয় বাহিনী মতায়েন করা হয়।নির্বাচন কমিশনের জেলা পর্যবেক্ষক নিজে গিয়ে ওই বুথ পরিদর্শন করেন।আর ভোটারদের লম্বা লাইনও ছিলও চখে পড়ার মত।সব দেখে খুশি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
তিনি এবার কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন বলে দাবি করে বলেন, “এই বুথে রি-পোলিং হচ্ছে। কিছু হুমকি ভয় দেখানোর চেষ্টা হলেও মানুষ ভোট দিতে পারছেন।দেখবেন এখানে রাজ্যের শাসক দল একশোর গণ্ডি পার করতে পারবে না। আমরা ২৯৭ টি বুথে রি-পোলের দাবি করেছিলাম। আমাদের ভোট দিতে হবে , এমনটা নয়।মানুষ তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। তার জন্য। সময় এখনো রয়েছে। দেখা যাক কি হয়।”
অন্যদিকে তৃনমূল কংগ্রেসের প্রার্থী পরেশ অধিকারী বলেন, “আমরা এই কেন্দ্রে জয়ী হচ্ছি এটা একশো শতাংশ নিশ্চিত। আজকের ভোটও শান্তিপূর্ণ হচ্ছে। আমরা এটা চেয়েছিলাম।সেটাই খোঁজ খবর নিয়ে দেখে আসলাম।”
আরও পড়ুনঃ খড়গপুরে বিজেপির বাইক মিছিল
১১ এপ্রিল প্রথম দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ভোটের পর প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল তৃনমূল ও বিজেপি শিবির নিজেদের মত করে সমীক্ষাও চালিয়েছে।প্রকাশ্যে জয়ের ব্যাপারে দুই পক্ষই নিশ্চিত বলে দাবি করলেও লড়াই যে হাড্ডাহাড্ডি হচ্ছে, তা দলের অন্দরের আলোচনাতেই পরিষ্কার। এই অবস্থায় একটি বুথের রি-পোলিংয়ের ভোট নিজেদের পক্ষে যতটা সম্ভব নিয়ে এসে এগিয়ে থাকার চেষ্টাই করা হল বলে রাজনৈতিক মহলের ধারনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584