নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
আংশিক সময়ের শিক্ষকরা আন্দোলনে সামিল হলেন বালুরঘাটে। পশ্চিমবঙ্গ রাজ্য আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরে বিক্ষোভ দেখানো হয়।
পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শককে (ডি. আই) স্মারকলিপি দেওয়া হয়।আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণ, সাম্মানিক ভাতা প্রদান, সংরক্ষণ এবং অবসরকালীন সময়ে এককালীন ভাতা প্রদানের দাবিতে সরব হন তারা।
আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে পড়াচ্ছেন। কিন্তু তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়নি। এ কারণে তারা অনিশ্চয়তায় ভুগছেন।
আরও পড়ুনঃ শান্তিনিকেতন পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্ট নির্দেশিত কমিটির চার সদস্য
পাশাপাশি তাদের আরও অভিযোগ, করোনা সময়কালে কয়েক মাস স্কুল বন্ধ থাকায়, তারা বেতন (ভাতা) পাচ্ছেন না। এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তারা স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584