মনিরুল হক, কোচবিহারঃ
স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করার দাবিতে বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ রাজ্য আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠন। সোমবার কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ আন্দোলন করেন ওই শিক্ষক সংগঠন।
জানা গেছে, কোচবিহার জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভিন্ন স্কুল মিলিয়ে তারা প্রায় ১৫০০-১৬০০ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। স্কুলের পরিচালন সমিতি ও প্রধান শিক্ষক দ্বারা স্কুলগুলিতে তারা নিয়োগ হয়েছেন। তারা কেউ চার-পাঁচ বছর থেকে শুরু করে ১০-১৫ বছর ধরে কাজ করছেন। কিন্তু তাদের বেতন ৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। কোন ভাবেই তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। এই বিষয় নিয়ে বহু জায়গায় দরবার করে কোন লাভ হয়নি বলে অভিযোগ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ শালবনি কোভিড হাসপাতালের রোগীদের সু-চিকিৎসার দাবিতে জেলা শাসককে ডেপুটেশন যুব কংগ্রেসের
বেতন বৃদ্ধি ও স্থায়ী করণের দাবিতে আজ তারা কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে বিক্ষোভ আন্দোলন করেন। এদিন এবিষয়ে আন্দোলনরত নিশীথকুমার সেন নামে এক শিক্ষক বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলগুলিতে কাজ করে এলেও আমাদের বেতন মাসে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা করা হয়েছে। যা দিয়ে আমাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে।
অথচ স্কুল গুলিতে একজন স্থায়ী শিক্ষকের মত পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে প্রজেক্টের নম্বর দেওয়া সমস্ত ধরনের কাজই নিয়মিত করতে হয়। কিন্তু এত কিছু করার পরেও প্রয়োজন ফুরালে স্কুল গুলি আমাদের মতো শিক্ষকদের বহিষ্কার করে দেয়।
আরও পড়ুনঃ জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান গেটের সামনে বিক্ষোভ পর্যটন ব্যবসায়ীদের
যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।তাই আমরা আজকে স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করার দাবিতে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে দাবিপত্র জমা দিয়েছি। অবিলম্বে আমাদের দাবিপূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584