কার্ত্তিক গুহ, ঝাড়গ্রামঃ
কেন্দ্রের আনা কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবি কে সমর্থন জানিয়ে মঙ্গলবার ঝাড়গ্রামে সমাবেশ করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, এবং ঝাড়গ্রাম জেলার সদ্য দায়িত্ব পাওয়া দেবাশীষ চৌধুরী।
আরও পড়ুনঃ কৃষকরা যখন বিষ পান করছেন, তখন কারও মাথা ব্যথা হয় না- দিলজিৎ
এদিনের সভা মঞ্চ থেকে প্রত্যেকের গলায় বিজেপি বিরোধী সুর শোনা গেল। ছত্রধর মাহাতো জঙ্গলমহল থেকে বিজেপি কে বিতাড়িত করবার জন্য জঙ্গলমহলের মহিলাদের বঁটি ধরার নিদান দেন। এদিনের সভা মঞ্চ থেকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সরকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। মানুষের অসুবিধা থাকলে মানুষ সেখানে জানাবেন। মানুষ সর্বদা মমতা ব্যানার্জির পাশে আছে, মানুষ আবার ২০২১এ মমতাকে ফিরিয়ে আনবেন।”
আরও পড়ুনঃ কৃষকদের সমস্যার সমাধান না হলে অনশনে বসবেন আন্না হাজারে
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চ্যাটার্জি জানান “দল সঙ্ঘবদ্ধ আছে, ঐক্যবদ্ধ আছে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসেবা করে মানুষদের সংগঠিত করছি।” তিনি একটি প্রশ্নের উত্তরে জানান, “মমতা নেত্রী, ব্যক্তির কোনো প্রভাব নেই। মমতা ব্যানার্জির সংগ্রামের প্রতি মানুষের আস্থা আছে এবং থাকবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584