শঙ্কার মেঘ আইএসএল-এ

0
43

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আইএসএলের মাঝপথেই দলের আর্থিক সমস্যা নিয়ে মুখ খুললেন বেঙ্গালুরু এফসি’র কর্ণধার পার্থ জিন্দাল। লিগের উদ্যোক্তা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “ক্রমশ ব্যয়ের পরিমাণ বাড়ছে। বিগত মরশুমগুলিতে ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি। এবার তা ছাড়িয়ে যাবে।

ISL | newsfront.co

গত সাত বছরে বিএফসি ভারতীয় ফুটবলে সবথেকে সফল দল। ২০১৭-১৮ মরশুমে তারা আইএসএলে পা রাখে। তাই তাদের কর্ণধার এমন মন্তব্য করায় ভারতীয় ফুটবলে আলোড়ন পড়েছে। জিন্দালের চিঠির পরিপ্রেক্ষিতে ফুটবলপ্রেমীদের একাংশের ধারণা, উপরে চাকচিক্য আইএসএল অন্তঃসার শূন্য। আর্থিক ক্ষতির জন্য এর আগে ২০১৯ সালে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিল এফসি পুনে সিটি। দিল্লি ডায়নামোজও তাদের ফ্র্যাঞ্চাইজি গুটিয়ে ফেলে ২০১৯ সালে। তাদের স্পোর্টিং বেস চলে যায় ওড়িশার ভুবনেশ্বরে।

আরও পড়ুনঃ গোয়া ম্যাচেই জয় ফেরাতে মরিয়া ইস্টবেঙ্গল

ওড়িশা সরকার দলটি চালানোর দায়িত্ব নেয়। দুই মরশুম আগে দিল্লির সাবেক মালিকরা ওড়িশার দলটিকে আর্থিক সহায়তা করেছিলেন। এবারও আর্থিক কারণে ওড়িশা খুব শক্তিশালী দল গড়েনি। ফলে ফুটবল মহলে কিন্তু চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে যেখানে পার্থ জিন্দালের মতো ফুটবল প্যাশন মানুষ এই কথা বলছে সেখানে আইএসএলকে নিয়ে ভাবার সময় এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here