লালগড় দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে চাকুরীর আশ্বাস পার্থর

0
82

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- লালগড়ে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের একজনকে চাকুরী এবং পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। আজ পশ্চিম মেদিনীপুরের শালবনী ও চন্দ্রকোনায় ৭ জন নিহত ব্যক্তির বাড়িতে যান রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃনমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এদিন প্রথমে তিনি চন্দ্রকোনার বুড়ামারা গ্রামে ৩ নিহত বাসযাত্রী বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজনদের প্রতি সহানুভূতি পোষন করেন এবং পরিবারের চাকুরী যোগ্য একজনকে চাকুরী ও ছেলে মেয়েদের পড়াশোনার সমস্ত সাহায্য করার অঙ্গীকার করেন পার্থ বাবু। এছাড়াও আর্থিক সাহায্যের কথাও বলেন। সেখান থেকে তিনি চলে যান শালবনীর বয়লার গ্রামে। সেখানে বাকি ৪ নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং ঐ সমস্ত সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। এরপর সেখান থেকে তিনি রওনা দেন বাস দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি চিকিৎসার ক্ষেত্রে সবরকম সাহায্য এবং সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে যান। সব শেষে সাংবাদিকদের তিনি জানান,” এখানে প্রায় ৩০ জনের উপর আহতদের চিকিৎসা হচ্ছে এবং তার থেকেও বড় কথা, এক বৃদ্ধা তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকেও দেখা হচ্ছে। অনেকেই সুস্থ হয়ে আসছেন। চিকিৎসকরা বলেছেন চিন্তার কোনো কারন নেই।”

গতকাল যখন দুর্ঘটনা ঘটে, তখন মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন। সেখান থেকেই তিনি যেরকম নির্দেশ দিয়েছেন, প্রশাসনকে, সেরকমই তিনি ঐ আকষ্মিক বাস দুর্ঘটনায় যারা মৃত তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব সরকার নিয়েছে। যারা বাস দুর্ঘটনায় প্রান হারিয়েছেন, তাদের বাড়িতে সরকারের প্রতিনিধিরাও গিয়েছিলো বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here