জেপি নাড্ডার উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের

0
65

মনিরুল হক, কোচবিহারঃ

একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে দলের রণনীতি ও প্রচারের অভিমুখ ঠিক করতেই শিলিগুড়িতে আসেন জেপি নাড্ডা। তাই তার বার্তার দিকে তাকিয়ে ছিল রাজ্যের গেরুয়া শিবির তথা উত্তরবঙ্গবাসী। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সিএএ নিয়ে বলেন,”আপনারা সকলেই নাগরিকত্ব সংশোধন আইনের সুবিধা পাবেন। এই আইন সংসদে পাস হয়েছে।

tmc leaders | newsfront.co
সাংবাদিক বৈঠকে পার্থপ্রতিম রায়। নিজস্ব চিত্র

আমরা এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কোভিড-১৯ মহামারীর কারণে সিএএ বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। তবে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, শীঘ্রই কার্যকর করা হবে সিএএ।”

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচনা করেছেন নাড্ডা। মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চাইছেন বলেও সোমবার তোপ দেগেছিলেন নাড্ডা। তার আরও অভিযোগ ছিল,‘‘দেশের অন্য রাজ্যের সরকার কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যে কেন্দ্রের প্রকল্প চালু করতে দেয়নি।’’

আরও পড়ুনঃ নিম্নমানের ছোলা সরবরাহ করায় সিল কিষাণ মান্ডির সরকারি গোডাউন

এর পরেই রাজনৈতিক ভাবে ময়দানে নামেন তৃণমূল কংগ্রেস। বিজেপির সর্বভারতীয় নেতা জেপি নাড্ডার উত্তরবঙ্গ সফরকে নাটকীয় সফর বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়।

মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতার সফরকে কটাক্ষ করে পার্থ প্রতিম রায় বলেন, “ভোটের আগেই দিল্লির থেকে নেতারা এসে বাংলার তথা উত্তরবঙ্গের মানুষকে মেকি স্বপ্ন দেখান। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, তিনি চা বাগান অধিগ্রহণ করবেন কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও উত্তরবঙ্গের মানুষের জন্য একটি চা বাগানকেও অধিগ্রহণ করেননি। লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামানিক বলেছিলেন নারায়ণী সেনা করবেন, কিন্তু আমরা দেখলাম সেটাও সংসদের ফাঁপা বুলি। তারা বলছেন মুখ্যমন্ত্রী তাদের কাজে বাধা দিচ্ছে কিন্তু এগুলো পুরোটাই কেন্দ্রের হাতে, তাই বাংলার মানুষকে মিথ্যা বোঝাবেন না।”

আরও পড়ুনঃ শুভেন্দুর হাত ধরে কী বঙ্গ রাজনীতিতে নয়া মোড়! উঠছে জল্পনা

এদিন তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির কোচবিহারের অন্যতম নেতা বিরাজ বোস বলেন, যদি জেপি নাড্ডার সফর নাটক বলা হয় তাহলে মমতা ব্যানার্জী যে উত্তরবঙ্গে এসেছিলেন সেটা আরও বড়নাটক বলতে হয়। এর পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূল নেতাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এটা বুঝতে পেড়েই এখন আবোল তাবোল বকছে।

এদিন ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জলিল আহমেদ, দলের কোচবিহার শহর ব্লক নেতা নিরঞ্জন দত্ত, রাহুল রায় সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here