সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের বিরুদ্ধে তোপ, কোচবিহার তৃণমূল জেলা সভাপতির

0
109

মনিরুল হক, কোচবিহারঃ

রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে উত্তরবঙ্গের সব জেলায় সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার শহরের ভবানী চৌপথী এলাকায় থাকা তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।

journalist conference | newsfront.co
সাংবাদিক বৈঠক। নিজস্ব চিত্র

তিনি বলেন, “রাজ্যপাল যেভাবে আইএএস, আইপিএস অফিসারদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করে আবার সেটা সংবাদ মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এটা প্রটোকল ভেঙ্গে কাজ করা হচ্ছে। আসলে উনি বিজেপির হয়ে কাজ করছেন। আর সেই কারণেই গোটা উত্তরবঙ্গের সব জেলাতেই এই সাংবাদিক সম্মেলন করা হয়েছে।”

আরও পড়ুনঃ কমিটি গঠন নিয়ে ক্ষোভ, কোচবিহারে তৃণমূলের একাধিক নেতার পদত্যাগ

আগামী দিনে আবার সাংবাদিক সম্মেলন করে আরও তথ্য দেওয়া হবে বলে পার্থ বাবু জানিয়েছেন। এক মাস ধরে থাকবেন বলে রাজ্যপাল জগদীপ ধনকর দার্জিলিংয়ে এসেছেন। আর তাই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here