রোগী কল্যাণ সমিতির দায়িত্ব পেয়েই হাসপাতাল পরিদর্শনে পার্থ প্রতিম

0
55

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহার সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দায়িত্ব পেয়ে মঙ্গলবার প্রথম হাসপাতাল ঘুরে দেখলেন পার্থ প্রতিম রায়। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন এই সাংসদ সম্প্রতি এই দায়িত্ব পান। এইদিন তিনি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদের সাথে দেখা করে বৈঠক করেন।

partha pratim roy visit to coochbehar medical college hospital | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এগরায় বাল্যবিবাহের কুফল সম্পর্কিত সচেতনতা শিবির

পার্থ বাবু বলেন, আমরা রোগী পরিষেবা ও পরিছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেব। হাসপাতালের পরিকাঠামো গত উন্নয়নে রাজ্য সরকারের বিশেষ নজর রয়েছে, এখানকার মাদার এন্ড চাইল্ড হাব যথেষ্ট উন্নত। আমরা রোগীর পরিষেবা ক্ষেত্রে আরও বেশি নজরদারি বাড়াব।

স্বাস্থ্য পরিষেবা থেকে কোনো মানুষই এই হাসপাতালে এসে বিমুখ হবেন না বলে মন্তব্য করেন পার্থ বাবু। তবে এমজেএন হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এই নামকরণের বিতর্ক নিয়ে কোন সমস্যা হবে না। এনিয়ে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here