সমস্ত ধরণের ক্রিকেটকে বিদায় পার্থিবের

0
63

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এবারে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন প্রাক্তন ভারতীয় উইকেট কিপার পার্থিব প্যাটেল। বুধবার টুইটারে নিজের অবসর ঘোষণা করে দেন তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। এরপরে টেস্টে আরও ২৫টি ম্যাচ খেলেন টিম ইন্ডিয়ার হয়ে। ৩১.১৩ গড়ে করেছেন ৯৩৪ রান।

Parthiv Patel | newsfront.co

আরও ৩৮টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন তিনি। জোহানেসবার্গে ২০১৮ সালে টেস্ট ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন।

টুইটারে এদিন তিনি জানান, “সমস্ত ধরনের ক্রিকেট থেকে আজ অবসর গ্রহণ করছি। ১৮ বছর লম্বা ক্রিকেট কেরিয়ারে পর্দা নামিয়ে দিলাম। কৃতজ্ঞতায় বুক ভারি হয়ে আসছে। ১৭ বছরের এক বালকের উপর বিসিসিআই অনেক ভরসা দেখিয়েছিল। এতদিন ধরে আমার পাশে দাঁড়ানোর জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।”

আরও পড়ুনঃ ঘোষিত আই লীগের সূচি প্রথম ম্যাচ মহামেডান-সুদেভা

২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল, অস্ট্রেলিয়ায় টেস্ট টেস্ট সিরিজ ড্র, পাকিস্তান থেকে টেস্ট ও একদিনের সিরিজ জিতে আসা সৌরভের ভারতীয় দলের অঙ্গ ছিলেন। কিন্ত পরে মহেন্দ্র সিং ধোনির আগমন হওয়াতে আর সেভাবে সুযোগ মেলেনি এই বাঁ হাতি ব্যাটসম্যানের।

আরও পড়ুনঃ বিরাট লড়াইতেও শেষ টি-টোয়েন্টিতে হার ভারতের

লম্বা টুইটে এরপরে তিনি আরও জানিয়েছেন, “আমার যাত্রাপথে সাহায্য করার জন্য গুজরাট ক্রিকেট সংস্থাকে ধন্যবাদ জানাই। যেভাবে আমার উপর নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, এবং যেকোনো ফরম্যাটে জেতায়, তার থেকে বড় আনন্দের অনুভূতি আর কিছুতে হতে পারে না।“

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা পার্থিব। ১৯৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১ হাজারের বেশি রান করেছেন। ২৭টি সেঞ্চুরি সহ ৬৭টি হাফসেঞ্চুরিও তাঁর নামের পাশে। গত কয়েক মরশুম ধরেই পার্থিব গুজরাট দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। ২০১৬-১৭ সালে রঞ্জিতে চ্যাম্পিয়নও হয় গুজরাত পার্থিবের ক্যাপ্টেন্সিতে। এছাড়া আইপিএলে বিভিন্ন দলে খেলেছেন নানা মরসুমে এবার বিরাট কোহলির আরসিবিতে থাকলেও সেভাবে সুযোগ আসেনি তবে এবার আর গ্লাভস হাতে দেখা যাবে না তাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here