নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেরল, মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশ, পঞ্জাব আর ছত্তিশগড়ে বাড়ছে করোনা সংক্রমণ, তথ্য প্রকাশ করে শনিবার এই দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রক। পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৩ জন সংক্রমিত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সংক্রমিত ২৯৭ এবং ২৫৯ জন, জানা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে।
শনিবার দেশে একদিনে সংক্রমিত ১৩,৩৯৩ জন। এদিনের সংক্রমিতের সংখ্যা ধরে ভারতে মোট সংক্রমিত, ১,০৯,৭৭,৩৮৭। গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জন। এযাবৎকাল মোট মৃত্যুর সংখ্যা ১,৫৬, ২১২। মন্ত্রক সূত্রে খবর, দেশে সক্রিয় সংক্রমণ ১,৪৩,১২৭ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬,৭৮, ০৪৮ জন।
গত একমাসে দেশব্যাপী গণটিকাকরণে অংশ নিয়েছেন ১,০৭,১৫,৩০৪ জন। তবে, গণটিকাকরণ কর্মসূচিতে তামিলনাড়ু, দিল্লি এবং পঞ্জাব সহ দেশের একাধিক অঙ্গরাজ্য এখনও ৫০ শতাংশ করোনা যোদ্ধাকে টিকা দিয়ে উঠতে পারেনি।
আরও পড়ুনঃ অমিতের বিরুদ্ধে ফৌজদারি মামলা অভিষেকের, সমন জারি আদালতের
অন্যদিকে, দেশের পাঁচ জনের শরীরে হদিশ পাওয়া গেলো দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের স্ট্রেনের। তাঁরা প্রত্যেকেই সম্প্রতি ওই দুই দেশ থেকে ভারতে ফিরেছেন।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ১৯৩, সুস্থ ২৩৫, মৃত ৪
নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় আবার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। অমরবাতী, যাবৎমল, আকোলা, বুলডানা এবং ওয়াশিম, মহারাষ্ট্রের এই পাঁচটি জেলায় চলছে আংশিক লকডাউন। কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই জেলাগুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584