কৌশিক ভট্টাচার্য,উলুবেড়িয়াঃ
পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই উলুবেড়িয়া মহকুমায় শাসকদলের ছত্রছায়ায় চলে এলেন বিরোধী দলের চার জয়ী প্রার্থী। শনিবার উলুবেড়িয়া রবীন্দ্রভবনে তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি সভা ছিল। সেখানেই আমতা-২ ব্লকের কুশবেড়িয়া পঞ্চায়েতের বিজেপির তিন জয়ী প্রার্থী এবং বাগনান-১ ব্লকের সাবসিট পঞ্চায়েতের এক জয়ী কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগ দেন। এ ছাড়াও উলুবেড়িয়া পুরসভার দুই কংগ্রেস কাউন্সিলর এবং এক সিপিএম কাউন্সিলরও শাসকদলে যোগ দিয়েছেন। সকলেই জানিয়েছেন, তাঁরা স্বেচ্ছায় দলবদল করেছেন।
বাগনান-১ এবং আমতা-২, এই দু’টি ব্লকই আমতা বিধানসভা কেন্দ্রের অধীন। কেন্দ্রটি কংগ্রেসের দখলে রয়েছে। দু’টি ব্লকের মোট ১৮টি পঞ্চায়েতের ২৫১টি আসনের মধ্যে বিরোধীরা মোট পাঁচটি আসন পেয়েছে। তার মধ্যে থেকে বিজেপি এবং কংগ্রেস মিলিয়ে চার সদস্যই তৃণমূলে চলে আসায় পঞ্চায়েতগুলি কার্যত বিরোধীশূন্য হয়ে গেল। বিরোধীদের মধ্যে বাকি একজন নির্দল সদস্য।
কুশবেড়িয়া পঞ্চায়েতের মোট আসন ১১। তার মধ্যে আটটিতে জিতেছে তৃণমূল। তিনটিতে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। তাঁরা হলেন— বাবুলাল হাজরা, সকাল সামন্ত এবং সোমা দাস। তিন জনেই তৃণমূলে যোগ দেন। এ নিয়ে বিজেপির গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিকের অভিযোগ, ‘ওই তিন সদস্যকে ভয় দেখানো হয়েছিল। সেই কারণেই তাঁরা তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়ের দাবি, ‘কুশবেড়িয়া পঞ্চায়েতে আমাদের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাই জোর করে কাউকে ভাঙিয়ে আনার প্রয়োজন ছিল না। আসলে ওই তিন বিজেপি সদস্য উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন।’ অন্যদিকে, সাবসিটের কংগ্রেস সদস্য আসলিমা খাতুনের তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কংগ্রেসও ভয় দেখানোর অভিযোগ তোলে। এই অভিযোগও অস্বীকার করেছে তৃণমূল।
এ দিন উলুবেড়িয়ার যে দুই কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেন, তাঁরা হলেন স্বপন ঘড়ুই এবং উত্তম ধাড়া। সিপিএমের দলত্যাগী কাউন্সিলর হলেন মেহেদি হাসান। এ দিন বিজেপির প্রাক্তন কাউন্সিলর প্রহ্লাদ মান্নাও তৃণমূলে যোগ দেন। প্রস্তুতি সভায় দলের তরফে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি দলের হাওড়া জেলার পর্যবেক্ষকও। তিনি বলেন, ‘এ রাজ্যে বিজেপির কোনও জায়গা হবে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584