জেলায় ফিরেই দলীয় বৈঠক সভানেত্রী মৌসমের

0
295

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

বুধবার মালদায় ফিরেই দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন সদ্যনির্বাচিত মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর।

Party meeting of tmc at malda
নিজস্ব চিত্র

এদিন দুপুরে রথবাড়ি নূর মেনশনে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মোয়াজ্জেম হোসেন, রাজ্যের প্রাক্তন দুই
মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী মিত্র, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্লান ভাদুড়ী,
মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সহ জেলা নেতৃত্ব। বৈঠকে আগামীতে কিভাবে মালদা জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মালদার দুটি লোকসভা কেন্দ্রে ভরাডুবির পর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি করা হয় মৌসম বেনজির নূরকে।প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলের পর লোকসভা নির্বাচনে ভালো ফলের আশা করেছিলেন তৃণমূল কংগ্রেস। আগামী বিধানসভা নির্বাচনে যাতে তার পূনরাবৃত্তি না হয়।
সেই কারনে আগে থেকে সংগঠনকে চাঙ্গা করতে নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসেন।

আরও পড়ুনঃ হামলা রুখতে পদযাত্রা শুভেন্দুর

মৌসম নুর বলেন,আগামীতে দলীয় নেতৃত্বদের নিয়ে যাতে ভালো ভাবে এগিয়ে যেতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা সকলে একত্রিত ভাবে কাজ করে যাবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here