সুদীপ পাল,বর্ধমানঃ
‘ছিল রুমাল হয়ে গেল বিড়াল’ ঠিক প্রায় একই ঘটনা ঘটল বর্ধমানের জামালপুরে। ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নীল সাদা পার্টি অফিস, হয়ে গেল বাংলার আবাস যোজনার ঘর। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বর্ধমানের জামালপুর ২ পঞ্চায়েতে। যদিও ঘরে তালা বন্ধ থাকায় ঢুকতে পারেননি বৃদ্ধ শঙ্কর মাঝি।

জানা যায়,জমির মধ্যে পাকা ঘর তাঁর নামে থাকলেও তাঁর ঠিকানা কাঠুরিয়াপাড়ার বাঁধের উপর।পেশায় দিনমজুর তিনি। সরকারি প্রকল্পে তাঁর ঘর পাওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দাদের দাবি, যে ঘর তিনি পেয়েছেন তাতে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, এলইডি টিভি সবই আছে। বাড়িটিতে নিয়মিত শাসকদলের মিটিং হয়। শঙ্করবাবুর অভিযোগ, প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে এলাকার তৃণমূল নেতারা তাঁকে ওই ঘরের সামনে দাঁড় করিয়ে তিনবার ছবি তোলে। এক নেতা তাঁকে জানান, তাঁর নামে ঘরের টাকা এসেছে। বাংলা আবাস যোজনার সার্টিফিকেট তাঁকে দেওয়া হয়। কিন্তু তিনি ঘর বা টাকা কিছুই পাননি।
বিষয়টি নিয়ে বিজেপির বিক্ষোভ এবং পরে পঞ্চায়েত ঘেরাও করার পর ঘরের দেওয়ালে প্রকল্পের আইডি নাম্বার ডব্লিউবি ১৬৮৫৩৩২ এবং উপভোক্তার নাম লিখে দেয় জামালপুর ২ পঞ্চায়েত।
প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল ইকনোমিক সেন্সাস অনুযায়ী এই প্রকল্পের ঘর বরাদ্দ হয়। ওপেন পোর্টাল থেকে সেই তালিকা জেলাশাসক পেয়ে যান। তিনি তা বিডিওকে পাঠান। ব্লক প্রশাসন থেকে খবর পান উপভোক্তা। উপভোক্তার একাউন্টে সরাসরি টাকা ঢোকে। কিন্তু এক্ষেত্রে শঙ্করবাবুর কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি নিজে একাউন্ট খোলার চেষ্টাও করেননি। তাঁর নাম ভাঁড়িয়ে শাসকদলের লোকজনই সেই টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি।
যদিও তৃণমূলের জামালপুর ব্লক কার্যকারী সভাপতি প্রদীপ পাল ঘরটিকে দলীয় কার্যালয় বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, পঞ্চায়েতের কিছু লোক আর বিজেপি মিলে বাড়িটিকে দলীয় দপ্তর নয় বলার চেষ্টা করছে। ইতিমধ্যে ওই বাড়ির মাথায় বিজেপি পতাকা টাঙিয়েছে এবং ঘোষণা করেছে শঙ্ককরবাবু ঘরটি না পাওয়া পর্যন্ত তারা দখল নিচ্ছে।
আরও পড়ুনঃ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা পদযাত্রা
দলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সমস্ত ঘটনা শোনার পর তদন্ত করার আশ্বাস দিয়েছেন। তদন্ত করলে সত্য সামনে আসবে বলে তিনি জানান।
একই সাথে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও শুভঙ্কর মজুমদার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584